জোহরান মামদানির জীবনের শুরুটা কোনো সরলরৈখিক পথে হয়নি; বরং তাঁর মধ্যে বিভিন্ন সংস্কৃতির একটি জটিল ও স্তরযুক্ত সংমিশ্রণ ঘটেছে। উগান্ডার কাম্পালায় জন্ম, বেড়ে ওঠা দক্ষিণ আফ্রিকা এবং নিউইয়র্কের কুইন্সের এমন পাড়া-মহল্লায় যেখানে বাড়ির ভাড়ার বিলই মানুষের ভাগ্য নির্ধারণ করে- এই বহুমুখী অভিজ্ঞতা তাঁকে একজন সাধারণ রাজনীতিবিদের চেয়ে ভিন্ন মাত্রার পরিচিতি ...