নিউইয়র্কে আওয়ামী পরিবারের বিজয় সমাবেশে শেখ হাসিনা

ড. মোমেনের ৫ দফা

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬   সর্বশেষ আপডেট : ১০:১৯ পূর্বাহ্ণ

ড. মোমেনের ৫ দফা

নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী লীগ পরিবার আয়োজিত বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ভার্চুয়ালে) বলেছেন, “আমরা নির্বাচন বয়কট করতে চাই না। আমরা নির্বাচন করতে চাই। আমাদের নির্বাচন করতে দিতে হবে। আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আমাদের নেতা-কর্মীদের মামলা প্রত্যাহার করতে হবে।”

২৮ ডিসেম্বর রোববার ব্রঙ্কসের আল আকসা পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সভানেত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির সার্বিক সহযোগিতায় নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপিত হয়। আয়োজনে ছিল মুক্তিযোদ্ধা সম্মাননা, আলোচনা সভা, কবিতা আবৃত্তি সহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি তার ৫ দফা কর্মসূচি উপস্থাপন করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রবাসী বাঙালিদের প্রতি উদাত্ত আহবান জানিয়ে ৫টি প্রস্তাব পেশ করেছেন। এগুলো হচ্ছে:(১) সবাইকে ধৈর্য্য ধরতে হবে। আমরা ভাগ্যবান যে, আল্লাহর মেহেরবান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত আছেন। সুতরাং তাকে নিয়েই আমরা দেশ থেকে হায়েনাদের এবং এই মব সন্ত্রাসীদের বিতাড়িত করতে সক্ষম হবো । (২) আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকবে হবে। (৩) আমাদের সবাইকে জনগণের সাথে এবং জনগণের সুখে দুঃখে পাশে থাকবে হবে। (৪) এই জালিম সরকারের যত অপকর্ম, অন্যায়, অত্যাচার, নির্যাতন, দুর্নীতি, মিথ্যা হামলা মামলা, বিচার বিভাগের প্রহসন এবং (৫) বিচার বহির্ভূত হত্যাযজ্ঞ সম্পর্কে ব্যাপকভাবে প্রচার করতে হবে । তিনি বলেন, আমাদের দাবী হচ্ছে: দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে । সকল রাজবন্দি এবং গণ মাধ্যমের সাংবাদিকদের নি:শর্র্তে মুক্তি দিতে হবে।

ড. মোমেন বলেন, এই মুহূর্তে সকল সহকর্মীর কাছে বিশেষ আবেদন, আপনারা আপনাদের কনগ্রেসম্যান, সিনেটর, স্টেট ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ লোকদের কাছে চিঠি পাঠাবেন যাতে আমাদের দাবিগুলো মব সন্ত্রাসি ইউনূস সরকার গ্রহণ করতে বাধ্য হয়। তিনি আরো উল্লেখ করেন, আপনাদের অবগতির জন্য বলতে চাই যে, আমি প্রত্যক সপ্তাহে অনেক চিঠি পাঠাই এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রোবিওর অফিস প্রতি সপ্তাহে আমার পত্র যে পেয়েছেন তা জানান দেন। আমি চাই সকলে হাজার হাজার পত্র পাঠান।

আওয়ামী পরিবারের বিজয় সমাবেশে শেখ হাসিনার ভাষণের সময় নেতৃবৃন্দ। ছবি-জাগো প্রহরী।

উদযাপন কমিটির আহ্বায়ক আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশার সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, যুবলীগ নেতা জামাল হুসেন, ইফজাল চৌধুরী ও রেজা আব্দুল্লাহ স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ফজলুর রহমান, সাংবাদিক নেতা শাবান মাহমুদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, সহ সভাপতি সৈয়দ বশারত আলী, সামছুদ্দিন আজাদ, আজিজুর রহমান সাবু, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযোদ্ধা শওকত ওসমান রিচি, বীর মুক্তিযোদ্ধা নূরল ইসলাম, সেলিনা মোমেন, অধ্যাপিকা হুসনে আরা, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুর রহমান রফিক ও সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, কানেকটিকাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ, এ্যাডভোকেট. শাহ মোঃ বখতিয়ার আলী, এমএ করিম জাহাঙ্গীর, রেজাউল করিম চৌধুরী, সাখাওয়াত আলী, শেখ মখলু, টি মোল্লা, আক্তার হোসেন, কফিল চৌধুরী, বিজয় কৃষ্ণ সাহা, অধ্যাপক আমিনুল ইসলাম চুন্নু, আব্দুর রউফ পাশা, নূরল ইসলাম, শেখ হাসিনা মঞ্চের সভাপতি জালালউদ্দিন জলিল ও সাধারণ সম্পাদক কায়কোবাদ খান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রুমানা আক্তার, যুবলীগ নেতা সোহানুর রহমান টুটুল, শহিদুল ইসলাম, শাহ সেলিম, শাহীন কামালী, সাদিকুর রহমান, মামুন সরকার, মিনহাজ শরীফ রাসেল, লস্কর জুয়েল, রবিউল ইসলাম, মনিরুল আলম দীপু, বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির, হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন, নুরল ইসলাম মিলন, রূপচান মিয়া, মনির উদ্দিন, হৃদয় প্রমুখ।

এসময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, পবিত্র গীতা থেকে পাঠ করেন কবি সুধাংশু কুমার মন্ডল। অনুষ্ঠানে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের ফুলেল সম্মাননা জানান হয়।

অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বাউল শিল্পী শাহীন হোসেন, সংগীত শিল্পী আল আমিন বাবু, মেহজাবিন মেহা, রেক্সোনা, কাকলী সরকার প্রমুখ। কবিতা পাঠ করেন আল আমিন বাবু।

Facebook Comments Box

Posted ১০:১৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us