আবুল কাশেম
প্রিন্ট
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ১০:০০ পূর্বাহ্ণ
বেলুন উড়িয়ে জয় বাংলা স্লোগানে ৪০তম ফোবানার কিকঅফ করেন বিজ্ঞানী ও বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
আমরা এগিয়ে যাবো একাত্তরের চেতনায়। আমাদের আদর্শ হচ্ছেন বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই প্রশ্নে আমরা কোনো আপস করবো না। বক্তারা এভাবেই বলছিলেন বিজয় দিবস উদযাপন ও ফোবানা -৪০’র কিকঅফ অনুষ্ঠানে।
‘চেতনায় একাত্তর- হৃদয়ে বাংলাদেশ’- এই স্লোগানকে উপজীব্য করে নিউইয়র্কে ৪০তম ফোবানার কিকঅফ অনুষ্ঠানের সভাপতি ছিলেন আসন্ন ফোবানা-২০২৬ এর কনভেনর ব্যবসায়ী-রাজনীতিক নুরল আমিন বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চিন্তক,একুশে পদকপ্রাপ্ত লেখক, বীর মুক্তিযোদ্ধা ড: নুরুন নবী। শুরুতেই তাঁর জীবনভিত্তিক প্রামান্যচিত্র ‘ আজীবন মুক্তিযোদ্ধা’ প্রদর্শিত হয়। পিনপতন নীরবতার মধ্য দিয়ে হলভর্তি অভিবাসী সমাজ এই ডকুমেন্টারি অবলোকন করেন।
মহান মুক্তিযুদ্ধে একজন সাহসী তরুণের কর্ম পরিকল্পনা ও বাংলাদেশ-ভারতের মাঝে সংযোগ তৈরীর একটি চমৎকার বর্ণনা ফুটে উঠেছে এই তথ্যচিত্রে।
নিউইয়র্কের নবান্ন পার্টি হলে ১৯ ডিসেম্বর সন্ধ্যায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ড: নুরুন নবী বলেন, মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্ব। বিশ্ব দরবারে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত অসাম্প্রদায়িক বাংলাদেশের মানুষ হিসাবে। আজ আমাদের সেই অস্তিত্বের মূলে আঘাত করা হচ্ছে পরিকল্পিতভাবে। এর বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তোলার সময়। ফোবানা আমাদের সামনে সেই সুযোগ এনে দিয়েছে। মুক্তিযুদ্ধকে ধারণ করে শুরু হবে আমাদের পথচলা এবং প্রত্যয়।
ড. নবী বলেন, ফোবানা থেকে অবসর নিয়েছিলাম। কিন্তু যখন শুনলাম এবারের ফোবানা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হয়েছে তখন ঘরে বসে থাকতে পারিনি। বাংলাদেশে বিভন্ন সময়ে রেজিমের পরিবর্তন হয়েছে। কিন্তু কখনো বঙ্গবন্ধুকে অসম্মান করা হয়নি। বত্রিশ নম্বরে কেউ হাত দেয়নি। এখন বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার হীন চেষ্টা করা হচ্ছে স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে। এসব প্রচেষ্টা রুখে দিতে হবে।
৪০তম ফোবানার কিকঅফ অনুষ্ঠানে কথা বলেন কবি-কলামিস্ট ফকির ইলিয়াস। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
‘ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন্স ইন নথ আমেরিকা’ তথা ফোবানার ৪০তম কনভেনশনের কিকঅফ-২০২৬ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফোবানার চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, কানাডা থেকে আগত ফোবানা সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি দেওয়ান মনিরুজ্জামান, সেমিনার কমিটির চেয়ারম্যান কবি ফকির ইলিয়াস, ড: দিলীপ নাথ, জয়েন্ট সেক্রেটারী সুব্রত তালুকদার, বিশিষ্ট রিয়েল্টর মোহাম্মদ আজাদ, আব্দুল হামিদ, ম্যাগাজিন কমিটির রেজাউল করিম প্রমুখ।
দেওয়ান মনিরুজ্জামান বলেন, আমরা আমাদের শিকড়ের সন্ধানে ফিরে যেতে চাই। আমরা আপনাদের একটি চমৎকার সম্মেলন উপহার দেব।
কবি ফকির ইলিয়াস বিজয়ের প্রেক্ষপট বর্ণনা করে বলেন, ড: নুরুন নবী আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণার যে পথ দেখান- সেটাই আমাদেও গণমানসের মুক্তির পথ। তিনি বলেন, একজন রাজনৈতিক কর্মীর
মৃত্যুতে তার জন্য দেশ আজ টালমালাট। একই সময়ে দীপু চন্দ্র দাসকে খুন করে পোড়ানো হয়েছে! দীপু হত্যার দায় সরকারকে নিতে হবে। তার পরিবারের ভরণপোষণের দায়িত্ব এই দখলদারদেরই বহন করতে হবে।
ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী বলেন, ৫২,৭১, জাতির জনক এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাসী সংগঠন ছাড়া কাউকে এবারের ফোবানায় অংশগ্রহেণর অনুমোদন করা হবেনা।
ফোবানার এবারের কনভেনশনের আহবায়ক নুরুল আমিন বাবু কনভেনশনকে সফল করতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহবান জানান। তিনি বলেন, আমাদের টিম আপনাদের একটি সফল সম্মেলন উপহার দেবে। এই নিশ্চয়তা দিয়ে রাখছি। আমরা নতুন প্রজন্মের সম্পৃক্ততায় অনুষ্ঠানগুলো সাজাবো।
সাংস্কৃতিক সংগঠকদের মধ্যে বক্তব্য রাখেন মিথুন আহমেদ, সুব্রত তালুকদার, আজহারুল ইসলাম চৌধুরী, গোপাল স্যানাল, পিনাকি তালুকদার, রেজাউল করিম, মোঃ আজাদ, স্বীকৃতি বড়ুয়া, এ এইচ এম আলী খবির প্রমুখ।
রঙিন বেলুন উড়িয়ে প্রধান অতিথি ড: নুরুন নবী সম্মেলনের কিক অফ ঘোষনা করেন। এসময় মুহুর্মুহ হাততালি দিয়ে সবাই ফোবানাকে স্বাগত জানান।
অনুষ্ঠান উদ্বোধনের পর নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে জনপ্রিয় কন্ঠশিল্পী শাহ মাহবুব, রেশমি মীর্জা, শিমুল খানসহ অনেকে সংগীত পরিবেশন করেন।
ছবির ক্যাপশন-১ ফোবানা কিকঅফ
ছবির ক্যাপশন-২ ফোবানা কিকঅফ
Posted ৯:৫৫ পূর্বাহ্ণ | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর