অনলাইন ডেস্ক
প্রিন্ট
বুধবার, ১১ জুন ২০২৫ সর্বশেষ আপডেট : ৮:৫৩ পূর্বাহ্ণ
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে মোট ১০৭টি নমুনা পরীক্ষা করা হয়। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি।
বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন শনাক্ত হওয়া প্রত্যেকেই ঢাকা মহানগরীর বাসিন্দা। এর আগের দিন (১০ জুন) ১০১টি নমুনা পরীক্ষায় ১৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৭০ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৮০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে এখন পর্যন্ত করোনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এই হার ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু এবং ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যু হয়।
সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সৌজন্যে: বিজনেসআই২৪
Posted ৮:৫০ পূর্বাহ্ণ | বুধবার, ১১ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর