অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ৮:৪৩ পূর্বাহ্ণ
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বিদায় নেওয়ার পর নতুন বিতর্কে জড়িয়েছে নাইজেরিয়া জাতীয় দল। রোববার (১৬ নভেম্বর) আফ্রিকান অঞ্চলের আন্তঃমহাদেশীয় প্লে-অফের ফাইনালে ডিআর কঙ্গোর কাছে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে বিদায় নেয় ‘সুপার ঈগলস’। আর ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে ‘ভুডু বা জাদুটোনা’ ব্যবহারের অভিযোগ তুলেছেন নাইজেরিয়ার প্রধান কোচ এরিক শেল।
ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে কোচ শেল জানান, পেনাল্টি শুটআউটের সময় ডিআর কঙ্গোর টেকনিক্যাল এরিয়ায় একটি অদ্ভুত ঘটনা তার নজরে আসে। তার অভিযোগ, কঙ্গো দলের একজন স্টাফ বারবার এমন কিছু করছিলেন যা তিনি ‘ভুডু’ মনে করেছেন।
তিনি বলেন, পেনাল্টি চলার সময় ডিআর কঙ্গোর একজন ব্যক্তি কিছু ‘ভোডু’ করছিল। হয়তো পানি ছিটাচ্ছিল বা অজানা কিছু করছিল। হাত তুলছিল, কিছু বলছিল দেখে আমি নার্ভাস হয়ে পড়ি।
ম্যাচের শুরুতেই তৃতীয় মিনিটে গোল করে নাইজেরিয়াকে এগিয়ে নেন ফ্রাঙ্ক ওনেকা। তবে প্রথমার্ধের শেষ দিকে মিচার এলিয়া কঙ্গোর হয়ে
অতিরিক্ত সময়ে কঙ্গো গোল করলেও ভিএআর চেকের পর ফাউলের কারণে তা বাতিল হয়। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় পেনাল্টিতে। সেখানে নাইজেরিয়া প্রথম দুটি শটেই ব্যর্থ হলে বড় ধাক্কা খায়। সুযোগ কাজে লাগিয়ে ডিআর কঙ্গো ৪-৩ ব্যবধানে জয় পায় এবং আন্তঃমহাদেশীয় প্লে-অফে জায়গা করে নেয়। বিশ্বকাপে যেতে হলে এখন তাদের আরও দুটি ম্যাচ জিততে হবে।
ম্যাচ শেষে নাইজেরিয়া কোচ জানান, মানসিক চাপ তৈরি করার উদ্দেশ্যেই কঙ্গো স্টাফ এমন আচরণ করেছে। তিনি বিষয়টি ফিফা ও আফ্রিকান ফুটবল কনফেডারেশনের নজরে আনার ইচ্ছা প্রকাশ করেছেন।
Posted ৮:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর