শেষ রাতে পুলিশি টহল বাড়াতে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : ৯:৪২ পূর্বাহ্ণ

শেষ রাতে পুলিশি টহল বাড়াতে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ

স্বরাষ্ট্র উপদেষ্টা লে.জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

ঢাকা শহরে ছিনতাই ঠেকাতে শেষ রাতে পুলিশি টহল বাড়াতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ নির্দেশ দিয়েছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ডিসেম্বরের দিবসগুলো ও ইজতেমা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে হবে। তবে দিবসগুলোকে কেন্দ্র করে কোনো নাশকতার আশঙ্কা নেই।’

জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা শহরে ছিনতাই বেড়ে গেছে। বিশেষ করে শেষ রাতে বেশি হচ্ছে। শেষ রাতের দিকে পুলিশের টহল বাড়াতে নির্দেশ দেয়া হয়েছে।

একই বৈঠকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, ‘সারা দেশে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে এবং সেটা অব্যাহত থাকবে। ফ্যাসিস্ট সরকারের যারা আছে, মিছিল করছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে; এবং যাদের নামে মামলা আছে তাদের গ্রেফতার করা হবে। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে প্রতিহত করবে আইনশৃঙ্খলা বাহিনী।’

Facebook Comments Box

Posted ৯:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us