অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : ৪:৩৯ পূর্বাহ্ণ
বিজয় দিবস উপলক্ষে নিউইয়র্কে ষ্টেট বিএনপির উদ্যোগে ১৫ ডিসেম্বর রোববার সন্ধ্যায় বিজয় র্যালি অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায়। জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লবের ফসল ঘরে উঠানোর মধ্যদিয়ে এবারের বিজয়কে পরিপূর্ণতা দিতে দলমত-নির্বিশেষে সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহবান জানান র্যালি পরবর্তী সমাবেশে সভাপতির সমাপ্তি বক্তব্যে নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিঊল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান।

বিজয় র্যালিতে বিএনপি নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪।
হোস্ট সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় র্যালিতে প্রধান অতিথির বক্তব্যকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জিল্লুর রহমান জিল্লু কালক্ষেপণ না করে অবিলম্বে জাতীয় নির্বাচনের তপসিল ঘোষণার দাবি জানান। বিশেষ অতিথি আরো বক্তব্য দেন স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন ভিপি, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদাত হোসেন রাজু, বিএনপি নেতা ও সাংবাদিক আনিসুর রহমান, সিনিয়র সহ-সাধারন সম্পাধক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাংগীর আলম, মোস্তাক আহমেদ, আবদুল কাইয়ুম, ষ্টেট বিএন পির নেতা আনোয়ার হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর, আশরাফ হোসেন, দেওয়ান কাওসার, কাজী আসাদউল্লাহ, এম এ কাইয়ুম, জাহাংগীর হোসেন ।

বিজয় র্যালিতে বক্তব্য দিচ্ছেন স্টেট বিএনপি সভাপতি মাওলানা আতিক।
নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন রহিমুল ইসলাম প্রিন্স, শহিদুল্লাহ রানা আলমগীর, মোকতাদীর হোসেন, ফারুক আহমেদ, সোয়েব আহমেদ, সাহিদা আক্তার অপু, মিনারা রহমান, হাফিজুর রহমান পিন্টু ও তারেক সাইফুল ইসলাম অপু প্রমুখ। বাংলাদেশের পতাকা হাতে অংশগ্রহণকারিরা খালেদা জিয়া, তারেক রহমানকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেতা হিসেবে ধ্বনি দেন এবং গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত রাষ্ট্র গঠনে তাদের নেতৃত্বের বিকল্প নেই বলে উল্লেখ করেন।
Posted ৪:৩৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
nyvoice24 | New York Voice 24