ভিয়েতনামে আন্তর্জাতিক অভিবাসী দিবসে কন্স্যুলার সাপোর্ট কর্ণার উদ্বোধন

হ্যানয় সংবাদদাতা   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : ৬:২৯ পূর্বাহ্ণ

ভিয়েতনামে আন্তর্জাতিক অভিবাসী দিবসে কন্স্যুলার সাপোর্ট কর্ণার উদ্বোধন

ভিয়েতনাম ও লাওসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতিতে ১৮ ডিসেম্বর ভিয়েতনামের হ্যানয়স্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপযাপন করা হয়েছে। অনুষ্ঠানে বিশ্বের সকল দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সর্বাঙ্গীণ কল্যাণ ও মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। রাষ্ট্রপতি, প্রধানউপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী এ সময় পাঠ করা হয় এবং দিবসটি উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রেরিত একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় দূতাবাসে কন্স্যুলার সাপোর্ট কর্ণারের উদ্বোধন করা হয় সেবা প্রত্যাশীদের স্বার্থে।

প্রবাসীদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা জানতে আয়োজন করা হয় মুক্ত আলোচনা পর্ব। এ পর্বে প্রবাসীরা দূতাবাস কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। অন্যান্যদের মধ্যে তারা সম্প্রতি ই-পাসপোর্ট সেবা চালু, অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন চালু, কন্সুলার ফি প্রদান সহজিকরণের লক্ষ্যে কিউ আর কোড ভিত্তিক পেমেন্ট সেবা চালু, সেবা গ্রহিতারা যাতে দূতাবাসে তাদের আবেদনকৃত বিভিন ্নসেবার অগ্রগতি মনিটর করতে পারে সে লক্ষ্যে ‘ডিজিটাল সার্ভিস ট্র্যাকিং সিস্টেম’ চালু করণের জন্য দূতাবাসের প্রশংসা করেন। তাছাড়া, দূতাবাসের বিভিন্ন সেবা গ্রহিতা ভিডিও বার্তার মাধ্যমে দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। সেবার মান আরো উন্নয়নের জন্য প্রবাসী বাংলাদেশিরা বৈধভাবে খুব সহজে দেশে রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা করার জন্য দূতাবাসকে উদ্যোগ নেয়ার আহবান জানায়। উল্লেখ্য, বর্তমানে ভিয়েতনাম ও লাওসে বসবাসরত প্রবাসীদেরকে দেশে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে স্বাগতিক দেশের ব্যাংকগুলোতে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি পরিমাণে ফি প্রদান করতে হয়।

মুক্ত আলোচনা পর্ব শেষে দূতাবাসের পক্ষ হতে প্রবাসীদের সেবার মান আরো বৃদ্ধিকল্পে তাদের উপস্থিতিতে ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান দূতাবাস প্রাঙ্গনে একটি ‘কন্সুলার সাপোর্ট কর্নার’ উদ্বোধন করেন। প্রবাসীরা তাদের সেবা নিতে এসে দূতাবাসের কোন সহযোগিতার প্রয়োজন হলে এই কর্নার থেকে সেই সেবা গ্রহণ করতে পারবেন।

উদ্বোধন শেষে প্রবাসী বাংলাদেশিদের আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৪-এর অভিনন্দন জানিয়ে রাষ্ট্রদূত রহমান বলেন, “আজ সারাবিশ্বের ১৭০টি দেশে প্রায় ১৪ মিলিয়ন প্রবাসী বাংলাদেশী বসবাস করছেন। আপনারা কষ্টে অর্জিত রেমিট্যান্স দেশে প্রেরণের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে শক্তিশালি রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সর্বোপরি, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের দিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সহায়তা করছেন। আপনাদের সম্মানে আজকের এই অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা গর্ববোধ করছি। দেশমাতৃকার উন্নয়নে আপনাদের অবদানের জন্য আমরা কৃতার্থ।“

Facebook Comments Box

Posted ৬:২৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

nyvoice24 |

.

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us