আটলান্টিক সিটিতে বিএএসজের ফুড ব্যাংক

সুব্রত চৌধুরী   প্রিন্ট
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : ১২:৩৯ অপরাহ্ণ

আটলান্টিক সিটিতে বিএএসজের ফুড ব্যাংক

নিউজার্সি স্টেটের আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে এক ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করা হয়। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘ফুড ব্যাংক’ এর কার্যক্রম চলে। এর আওতায় তাজা শাক-সব্জি, ফল, টিনজাত খাবার সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরন করা হয়। আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুলসংখ্যক লোক এই ফুড ব্যাংক কার্যক্রমে অংশ নেয়। সহায়তা করে ‘কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজার্সি’। কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ আইয়ুব, রওশন উদ্দিন ,মোঃ নাসির, মাহমুদ প্রমুখের সার্বিক সহযোগিতায় ফুড ব্যাংকের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ফুড ব্যাংক কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

আটলান্টিক সিটিতে স্বল্প ও মাঝারি আয়ের মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্য-সামগ্রি বিতরণ করেন নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস24

Facebook Comments Box

Posted ১২:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us