সাউথজার্সি মেট্রো আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন

সুব্রত চৌধুরী   প্রিন্ট
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : ১২:৪৬ অপরাহ্ণ

সাউথজার্সি মেট্রো আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন

বাঙালী জাতির জীবনে ১৬ ডিসেম্বর এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়। বাঙ্গালির গৌরবোজ্জ্বল এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে নিউজার্সি স্টেটের সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ। আটলানটিক সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এর মিলনায়তনে ১৭ ডিসেম্বর মঙ্গলবার রাতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ একাত্তরের সকল শহীদ, জাতীয় চার নেতা ও শহীদ বুদ্ধিজীবী,পঁচাত্তরের পনেরো আগস্ট ও একুশে আগস্টের সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আওয়ামী লীগ নেতা মোক্তাদির রহমানের সভাপতিত্বে ও শেখ কামাল মনজুর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন বেলাল হোসেন, বেলাল উদ্দীন,আব্দুর রহিম,আবদুল গফুর, রওশনউদদীন, পিন্টু রায়,সাংবাদিক আবু নসর, মাসুদ চৌধুরী, জাকিরুল ইসলাম খোকা, ফারুক তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মাসুম বাউল। বক্তারা নতুন প্রজন্মের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দর্শন এবং স্বাধীনতার ইতিহাস ও গৌরবগাঁথা তুলে ধরার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান। বক্তারা দেশে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের চলমান ক্র্যাকডাউন বা দমন-পীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা এসবের বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে তা প্রতিহত করার আহŸান জানান। অনুষ্ঠান চলাকালীন মুক্তিযুদ্ধের কালজয়ী স্লোগান “জয় বাংলা” ধ্বনিতে ক্ষণে ক্ষণে সভাস্থল প্রকম্পিত হয়ে ওঠে।

Facebook Comments Box

Posted ১২:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us