
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : ৬:৩৯ পূর্বাহ্ণ
বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীনকে সম্বর্ধনা জ্ঞাপন উপলক্ষে ২২ ডিসেম্বর রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের এলমহার্স্টে পাকশালা রেস্টুরেন্টে নিউইয়র্ক ষ্টেট বিএনপি এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিল। এসময় নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন নিউইয়র্কে বিএনপির কান্ডারি হিসেবে পরিচিত গোলাম ফারুক শাহীনকে সম্প্রতি এই নিয়োগ প্রদানের জন্যে।
এ সম্বর্ধনা সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক ষ্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্যাহ আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও ষ্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন নিউইয়র্ক ষ্টেট বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসীম উদ্দিন ভিপি, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রইস উদ্দিনসহ ষ্টেট বিএনপির কর্মকর্তারা। এ সময় প্রদত্ত বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় এই নেতা গোলাম ফারুক শাহীন বলেন, দীর্ঘ আন্দোলন আর সংগ্রামের পথ বেয়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এখোন সময় হচ্ছে বহুল প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠানের। এই নির্বাচনে শহীদ জিয়া প্রতিষ্ঠিত বিএনপির বিপুল বিজয়ের জন্যে এই প্রবাস থেকেও সকলকে একযোগে কাজ করতে হবে।
কন্সাল জেনারেলের সাথে স্টেট বিএনপির নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪।
এদিকে, ২৩ ডিসেম্বর সোমবার ষ্টেট বিএনপির নেতৃবৃন্দ নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মো. নাজমুল হুদার সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় নেতৃবৃন্দ কন্সাল জেনারেলকে অবহিত করেন যে, দীর্ঘদিন বিএনপির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল আসছে ৮ জানুয়ারী বাংলাদেশে যাবে। তারা জাতীয় সংসদ ভবনের সন্নিকটে শহীদ জিয়ার মাজার জিয়ারত শেষে বিএনপির কেন্দ্রীয় অফিসে যাবেন এবং পরিবর্তিত পরিস্থিতিতে করণীয় সম্পর্কে মতবিনিময় করবেন। প্রবাসী নেতৃবৃন্দের এই সফরসূচি প্রশাসনিক চ্যানেলে ঢাকা এয়ারপোর্টসহ হাই কমান্ডকে অবহিত করার অনুরোধ করা হয় কন্সাল জেনারেলকে।
নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন ও সাধারন সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, বিএনপি নেতা আনোয়ার হোসেন, হুমায়ুন কবীর, সাংবাদিক আনিসুর রহমান, আশরাফ হোসেন এবং দেওয়ান কাউসার। উল্লেখ্য, বিএনপির এসব নেতা নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করলেও ছাত্র-জনতার আন্দোলনের মুখে পতন হওয়া শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন জেলায় মামলা দায়ের করা হয়েছিল। অন্তর্বর্তী সরকার সে সব মামলা প্রত্যাহারের নির্দেশ দেয়ায় তারা নিজ এলাকায় যাবার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
Posted ৭:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
nyvoice24 | New York Voice 24