
অজিত ভৌমিক
প্রিন্ট
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : ৭:৩৭ পূর্বাহ্ণ
পারিবারিক সুখ-শান্তি-সমৃদ্ধি, কল্যাণ ও বিশ্ব শান্তির জন্য একটি পাক্ষিক অধিবেশন ২১ ডিসেম্বর শনিবার নিউইয়র্ক সিটির ব্রুকলিনে শ্রীশ্রী রাধামাধব মন্দিরে অনুষ্ঠিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও ভক্তদের প্রচুর সমাগম ঘটেছিলো এ অনুষ্ঠানে। অনুষ্ঠানের সকল ধারাবাহিক কার্যক্রম শেষে সনাতনীদের প্রধান ধর্মীয় গ্রন্থ শ্রী মদ্ভগবদ গীতা থেকে পাঠ করেন প্রবাসের অন্যতম গীতা পাঠক মিন্টুলাল মজুমদার। এছাড়াও প্রার্থনা, ধর্মীয় সংগীত ও ধর্মীয় আলোচনা এবং এক পর্যায়ে বাংলাদেশে সংখ্যালঘু সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের তীব্র নিন্দা জানানো হয়। এছাড়া, যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার শান্তি কামনায় ২ মিনিট নীরবতা পালন করা হয় এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচার দাবি করা হয়। পাশাপাশি প্রভু চিন্ময় কৃষ্ণদাসের নি:শর্ত মুক্তি দাবি করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভক্তগনের মধ্যে শ্রীশ্রী রাধামাধব মন্দিরের সভাপতি শ্যামল দত্ত ও সম্পাদক মনোতোষ রায়, রমেশ দেবনাথ, মিন্টুলাল মজুমদার, অজিত ভৌমিক, খোকন দাস, বীনা মজুমদার, ঝুলন সেন, সুসেনশীল, উত্তম দত্ত, প্রশান্ত দাস, সুনীল মজুমদার, নির্মল দাস, অসীম দাস, রতন দাস, সঞ্জয় দাস ও পপী গোলজার।
সমগ্র অনুষ্ঠানে বিশেষ সহযোগিতায় ছিলেন মন্দিরের একনিষ্ঠ ভক্ত সঞ্জয় কুরী ও পূজা কুরী।
Posted ৭:৩৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
nyvoice24 | New York Voice 24