জমকালো আয়োজনে চট্টগ্রাম সমিতির বিজয় দিবস উদ্যাপন

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : ৯:৫২ পূর্বাহ্ণ

জমকালো আয়োজনে চট্টগ্রাম সমিতির বিজয় দিবস উদ্যাপন

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ‘চট্টগ্রাম এসোসিয়েশন অব নর্থ অ্যামেরিকা’ আয়োজিত আলোচনা সভা এবং সাংস্কৃতিক সন্ধ্যা নিউইয়র্ক সিটির ব্রুকলীনে সমিতির নিজস্ব ভবনে ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলামের সঞ্চালনায় ২২ ডিসেম্বর এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কার্যনির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইছা এবং গীতা থেকে পাঠ করেন বিশ্বজিত দাশ।

অনুষ্ঠানে একাত্তরের রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন এবং মোহাম্মদ হোসেনকে ফুলের তোড়া দিয়ে সম্মানিত করা হয়। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের লাল সবুজের আবহে তৈরী করা উত্তরীয় পরিয়ে দেন সমিতির কর্মকর্তারা।

চট্টগ্রাম ভবনে বিজয় দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ। ছবি-এনওয়াইভয়েস২৪।

বিজয় দিবসের উপর আলোচনায় অংশগ্রহণ করেন সমিতির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম, সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, নিউজার্সি থেকে আগত উত্তম দাশ, মামুন চৌধুরি, সমিতির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ আলী খান লিটন, সাবেক উপদেষ্টা আলহাজ্ব নাদের চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ দিদারুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, সাবেক সহ-সভাপতি সাহাবুদ্দিন চৌধুরী লিটন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খোকন কে চৌধুরি, সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম, কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য কামাল হোসেন মিঠু, সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক মনির আহমদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ হোসেন প্রমুখ।

৩০ লাখ শহীদ এবং সম্ভ্রম হারানো দু’লাখ মা-বোনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতার মহান ইতিহাস গৌরবের উপাখ্যান। এই ইতিহাসকে বিকৃত করা কিংবা মুছে ফেলার অপচেষ্টা চালানো হয়েছে। এই ধরনের অপচেষ্টা যাতে রুখে দেয়া হয় সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।

চট্টগ্রাম ভবনে বিজয় দিবসের অনুষ্ঠানে সুধীর একাংশ। ছবি-এনওয়াইভয়েস২৪।

এতে আরও উপস্থিত ছিলেন সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি ফোরকান উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী, জামাল চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ মতিউর রহমান, মেজবা আহমেদ, কাউসার আহমেদ, শওকত স্বজন, এডভোকেট হামিদ, সৈয়দ মানু, মোঃ করিম, মোঃ হাসান, হাবিব উল্লাহ, মোঃ ফরিদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ শফিকুল আলম, সহকারী কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন, দপ্তর সম্পাদক অজয় প্রসাদ তালুকদার, সহকারী দপ্তর সম্পাদক ইমরুল কায়সার, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ এনাম চৌধুরী এবং ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইসা, সম্রাট আজিম, জাবেদ হোসেন, তানিম আহমেদ, মহিম উদ্দিন। সবশেষে অনুষ্ঠানের সভাপতি আবু তাহেরের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের ২য় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন প্রবাসের দুই জনপ্রিয় শিল্পী রাজীব ভট্টাচার্য এবং চন্দ্রা রায়।

Facebook Comments Box

Posted ৯:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

nyvoice24 |

.

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us