
জলি আহমেদ
প্রিন্ট
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : ৯:৫৪ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ অ্যাসেম্বলী মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে এক অনন্য অনুষ্ঠান আয়োজন করেছে। ২৩ ডিসেম্বর নিউইয়র্ক সিটির একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা তাদের দেশপ্রেম, ঐতিহ্য এবং সংস্কৃতির প্রতি অকৃত্রিম ভালোবাসার নজির স্থাপন করেন।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য এবং জাতির গৌরবময় ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, প্রবাসে থেকেও মুক্তিযুদ্ধের চেতনা আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে। বক্তারা স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে কথা বলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সভাপতি ফারুক হোসেন মজুমদার, উপদেষ্টা ফখরুল ইসলাম(মজনু), যুগ্ম-সাধারণ সম্পাদক মিঞা ফয়েজ আহম্মেদ(জুয়েল), সহ-সভাপতি শাহ্ মোয়াল্লেম হোসেন ও সমাজ কল্যাণ সম্পাদক বেলায়েত হোসেন।
এসময় অ্যাসেম্বলি অব ইউএসএর সভাপতি শামীম হাসান বলেন, “মহান বিজয় দিবস আমাদের জন্য একটি গৌরবময় দিন। এ দিনটি আমাদের ঐক্য ও চেতনার প্রতীক। প্রবাসে থেকেও আমরা চেষ্টা করছি বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে।” তিনি প্রবাসীদের মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান।
সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম কলিম বলেন, “বিজয় দিবস শুধু উদ্যাপনের জন্য নয়, বরং এটি আমাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে এবং পরবর্তী প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে হবে।” তিনি এ ধরনের আয়োজনের গুরুত্বের ওপর জোর দেন এবং প্রবাসী বাংলাদেশিদের একত্রিত হওয়ার আহ্বান জানান।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে এই আয়োজনে ছিলেন জ্যামাইকা ফ্রেন্ড সোসাইটির সভাপতি ফকরুল ইসলাম (দেলোয়ার), সহ-সভাপতি ফারুক হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক আতিকুর রহমান(রফিক), আইন বিষয়ক সম্পাদক এ.কে মাহমুদুল হক (খোকন), সহ-সভাপতি ইসমাইল হোসেন (স্বপন) ও জালাল উদ্দিন সরকার। হোস্ট সংগঠনের কর্মকর্তাগণের মধ্যে আরো ছিলেন বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএর সহ-সভাপতি ফারুক হোসেন(রনি), কোষাধক্ষ্য নুরল ইসলাম, সহ-সভাপতি মাহবুবুল ফিরোজ, যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার সম্পাদক শহীদুল ইসলাম (রিপন), আপ্যায়ন সম্পাদক মুন্সি জুলফিকার উদ্দিনসহ আলামিন, হযরত আলী, জাহিদুর রহমান, সিরাজুল ইসলাম, কবির হোসেন ও কার্যনির্বাহী সদস্য মামুন সরকার।
Posted ৯:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
nyvoice24 | New York Voice 24