
বস্টন প্রতিনিধি
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : ৫:৪৮ পূর্বাহ্ণ
প্রিয় মাতৃভ’মি নোয়াখালীতে ফেরার উদ্দেশ্যে বস্টনস্থ লগোন এয়ারপোর্টে এসেছিলেন কম্যুনিটির জনপ্রিয় চিকিৎসক ডা. ওমর ফারুক সাবের (৫৬)। ১০ ডিসেম্বর বিমানে উঠার আগেই হৃদরোগে আক্রান্ত হন ডা. সাবের। সাথে সাথে তাকে নেয়া হয় ম্যাসেচুসেট্স জেনারেল হাসপাতালে। কিন্তু জরুরী বিভাগের চিকিৎসকেরা পরীক্ষার পর জানতে পারেন যে, ডা. সাবের কোমায় চলে গেছেন। এরপর আর জ্ঞান ফেরেনি। অচেতন অবস্থায় ঐ হাসপাতালেই ২৪ ডিসেম্বর মঙ্গলবার রাত ৮টায় চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বাটইয়া মিয়াবাড়ির নূর আহমদ মিয়ার সন্তান এবং বস্টনস্থ স্প্রিংফিল্ড সিটির বাসিন্দা ডাঃ ওমর ফারুক সাবের মৃত্যুকালে স্ত্রী এবং দুই কন্যা রেখে গেছেন। উল্লেখ্য, তার স্ত্রী নাজনীন সুলতানাও চিকিৎসক। ম্যাসেচুসেট্্স মেট্রপলিটন এলাকায় স্বল্প আয়ের মানুষদের সুচিকিৎসায় ৫/৬টি ক্লিনিক স্থাপন করেছিলেন রাইট চয়েস হেল্থ গ্রুপের ব্যানারে। গত বন্যায় নিজ এলাকার ক্ষতিগ্রস্তদের জন্যেও তহবিল সংগ্রহ করেছেন অকৃপণভাবে। ডা. সাবেরের বন্ধু বস্টন কম্যুনিটির লিডার ইউসুফ ইকবাল ২৫ ডিসেম্বর রাতে এ সংবাদদাতাকে আরো জানান, কবিরহাট উপজেলায় আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি হাসপাতাল চালুর পরিকল্পনা নিয়েই রওয়ানা দিয়েছিলেন। ডা. সাবেরের নামাজে জানাযা ২৭ ডিসেম্বর শুক্রবার বাদ জুমআ বস্টনের মিডফোর্ড কমপ্লেক্সে আইসিসিএম (৪৩ হাই স্ট্রিট, মেডফোর্ড, এমএ০২১৫৫) এ অনুষ্ঠিত হবে এবং তারপরই নিকটস্থ পিবডি মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হবে।
জানা গেছে, ১৯৯৫ সালে ওমর ফারুক সাবের ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা পেশায় স্নাতক ডিগ্রী অর্জন করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের ৪৫তম ব্যাচের কৃতি শিক্ষার্থী ছিলেন। এরপর উচ্চশিক্ষার জন্য ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। প্রবাসে কষ্টার্জিত অর্থে নিজে চিকিৎসক পেশা শুরুর আনুষ্ঠানিকতা সম্পন্নের আগে স্ত্রীকেও সেটি করিয়েছেন। অর্থাৎ উভয়েই মানবতার কল্যাণে নিয়োজিত হয়েছিলেন। ডা. সাবেরের ইচ্ছা ছিল তার লাশ যেন গ্রামের বাড়িতে দাফন করা হয়। কিন্তু তার দুই কন্যার অনুরোধে বস্টনেই দাফনের সিদ্ধান্ত নিয়েছেন স্বজনেরা।
Posted ৫:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
nyvoice24 | New York Voice 24