
নিজস্ব প্রতিনিধি
প্রিন্ট
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : ৬:২০ পূর্বাহ্ণ
নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিসট্রিক্ট-২৫ এর কাউন্সিলম্যান প্রার্থী শাহ্ শহীদুল হকের তহবিল সংগ্রহের ডিনার ৬ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৬ টায় সানাই রেস্টুরেন্ট এন্ড পার্টি হলে (৩৭-৪৩ ৭৪স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২) অনুষ্ঠিত হবে।
জ্যাকসন হাইটস, উডসাইড এবং ইস্ট এলমহার্স্টকে প্রতিনিধিত্বকারী ডিসট্রিক্ট ২৫ থেকে বাংলাদেশী প্রার্থী হিসেবে শাহ শহীদুলের এ আয়োজনে সকলকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট, ইউএসএর সভাপতি শাহ্ শহীদুল হক গত ৩০ বৎসর যাবৎ আর্ত-মানবতার সেবায় নিয়োজিত থেকে মানব সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তিনি ২০২১ সালের সিটি কাউন্সিল নির্বাচনে ডিসট্রিক্ট ২৫ থেকে উল্লেখযোগ্য সমর্থন অর্জন করেছিলেন।
আসছে ২৪ জুন সিটি কাউন্সিলের প্রার্থী বাছাইয়ের এ নির্বাচনে শাহ্ শহীদুল হকের এ প্রচারণায় সমর্থন জানাতে ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিল্পী, লেখক, কমিউনিটি নেতৃবৃন্দ রাজনীতিবিদরা একত্রিত হবেন বলে আশা করা হচ্ছে।
Posted ৬:২০ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
nyvoice24 | New York Voice 24