
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
সর্বশেষ আপডেট : ৬:২৯ পূর্বাহ্ণ
বিজয় দিবস উপলক্ষে ২৮ ডিসেম্বর রাতে নিউইয়র্ক সিটির ব্রুকলীনে নবগঠিত ‘আমরা মুজিব’ নামক সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত আলোচনা সমাবেশে টেলিফোনে প্রদত্ত বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও আন্দোলনের মুখে পালিয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদের রাহুমুক্ত হয়, অত্যাচার নির্যাতনের হাত থেকে যেন বাংলাদেশ মুক্তি পায়, মানুষের জীবনে আবার শান্তি ফিরে আসে, তারজন্যে সকলকে একযোগে কাজের আহবান জানাচ্ছি। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন। দেশের ভেতরে যারা নির্যাতিত, তাদের পাশে দাঁড়ান। সহযোগিতা করেন। কারণ সমস্ত বাংলাদেশটাই একটা কারাগারে পরিণত হয়েছে। কোন মানুষের কোন অধিকার নেই। এহেন অবস্থা থেকে মানুষকে মুক্ত করতে হবে। আর বাংলাদেশের যে কোন প্রয়োজনে সবসময় প্রবাসীরা বিশেষ অবদান রেখে যায়, আপনারাও রেখেছিলেন। কাজেই আপনারা এখনও ঐক্যবদ্ধ থাকবেন-এ অনুরোধ সবার প্রতি।
এই বক্তব্যের আগেই মিশিগানে আওয়ামী লীগের এক সমাবেশে শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন। সেটি উল্লেখ করেন এবং তা শোনার আহবান জানান। একথা বলেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু উচ্চারণ করেন শেখ হাসিনা। এ সময় সমাবেশস্থল গর্জে উঠে ‘শেখ হাসিনা ভয় নাই-রাজপথ ছাড়ি নাই’ স্লোগানে। টেলিফোনে এ বক্তব্যের সমন্বয় করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং নুরল আমিন বাবু। এ সময় পাশে ছিলেন ‘আমরা মুজিব’র নেতা আবু তাহের, আবুল হাসান মহিউদ্দিন, আব্দুল হামিদ প্রমুখ। এর আগে জাতীয় সঙ্গীতের পর মুক্তিযুদ্ধে সকল শহীদ, পঁচাত্তরের ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদ, জাতীয় চার নেতার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।
বিজয় দিবস উপলক্ষে ‘আমরা মুজিব’র আলোচনা সভায় সুধীর একাংশ। ছবি-এনওয়াইভয়েস২৪।
বিজয় দিবসের প্রেক্ষাপট এবং বাংলাদেশে ধর্মীয় জঙ্গিবাদের উত্থান ইত্যাদি প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ এবং জয়নাল আবেদীন, বাংলাদেশ মুসলিম সেন্টারের সভাপতি আলহাজ্ব আবুল হাসেম, বঙ্গবন্ধু পরিষদের নেতা রেফায়েত চৌধুরী, সন্দ্বীপ এসোসিয়েশনের সাবেক সভাপতি নূরল আমিন এবং সাবেক সেক্রেটারি আনোয়ার হোসেন সেলিম প্রমুখ। সমাবেশে হাজির হয়ে নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম ও প্রথম বাংলাদেশী আমেরিকান কাউন্সিলওম্যান শাহানা হানিফ সকলকে বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানান এবং নিজেদের অধিকার ও মর্যাদা আদায়ে মার্কিন রাজনীতি ও নির্বাচনে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ার উদাত্ত আহবান জানান।
বিপুলসংখ্যক নেতা-কর্মীর এ সমাবেশে বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুল কাদের মিয়া, চট্টগ্রাম সমিতির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, বাংলাদেশ সোসাইটির সাবেক সেক্রেটারি নজরুল ইসলাম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট মাসুদুল হাসান প্রমুখ। সমাবেশের আগে ব্রুকলীনের ম্যাকডোনাল্ড এভিনিউর ওপর একটি ভবনে ‘আমরা মুজিব’র স্থায়ী অফিসের উদ্বোধন করা হয়।
Posted ৫:৫৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
nyvoice24 | New York Voice 24