
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ০১ জানুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : ১১:৩৬ পূর্বাহ্ণ
নিউইয়র্কে আরেকটি নতুন সংগঠনের জন্ম হলো। চিটাগং রাইজিং স্টার (সিআরএস) নামক এই সংগঠনের শুভ উদ্বোধন হলো ৩০ ডিসেম্বর জ্যাকসন হাইটস্’র নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে। সংগঠনের সদস্য-সচিব মোহাম্মদ ইকবাল হোসেনের সূচনা বক্তব্যের পর পবিত্র কোরআন থেকে তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশিত হয়। কেক কেটে সংগঠনের শুভ উদ্বোধন ঘোষনা করেন ‘প্রবাস বন্ধু’ এবং ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নী মঈন চৌধুরী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন লীগ অব আমেরিকার সভাপতি শাহিদা হাই, কমিউনিটি বোর্ড মেম্বার মামনুনুল হক। এরপর সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্যদের ফুল দিয়ে বরন করে নেয়া পর্বে সবাইকে শুভেচ্ছা ও সংগঠনের সুন্দর ভবিষ্যৎ কামনা করে বক্তব্য রাখেন হাসান চৌধুরী, হাজী শফি, আহসান হাবিব, মাকসুদুল হক চৌধুরী ও মহিউদ্দিন চৌধুরী খোকন।
আহবায়ক মীর কাদের রাসেল সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং আগামী এক বছরের কর্মসূচি উপস্থাপন করে বলেন, এটি সম্পূর্ন অরাজনৈতিক সংগঠন। প্রিয় জন্মভূমি বাংলাদেশে মানবিক সাহায্য সহযোগিতা এবং নিউইয়র্কের তরুন প্রজন্মকে বিভিন্ন ধরনের খেলাধুলাতে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে সিআরএস’র জন্ম। সংগঠনের অন্যতম সদস্য মোক্তাদির বিল্লাহ তার সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের মিডিয়া পার্টনার , পৃষ্টপোষক এবং যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন আহ্বায়ক কমিটির সদস্য সরওয়ার আলম , আব্দুল হালিম মেসবাহ , ইকবাল হোসেন ভূইয়া , মোহাম্মদ জে আবেদীন, মোহাম্মদ সুমন উদ্দিন , রবিউল চৌধুরী , মোহাম্মদ ফরহাদ , হারুন অর রশিদ , জাবেদ হোসেন , মোহাম্মদ শাহ নূর আলী ,নুর উদ্দিন, হারুন মিয়া , মোহাম্মদ আজম , ইফতেখার আলম অভি , আব্দুল আজিজ ইমন , মোহাম্মদ ইয়াসিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাধন কর, আব্দুল হামিদ, মোহাম্মদ হিরু, মোহাম্মদ দিদার , মাসুদ হোসেন সিরাজী ,আইয়ুব আনছারী, মোহাম্মদ ইকবাল হোসেন , ফারহানা আক্তার , মোহাম্মদ এনাম , মোহাম্মদ নাদের, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আব্বাস, আরিফ ,মাহিন , ওয়াহিদ, তুহিন , মোহাম্মদ আলমগীর প্রমুখ।
Posted ১১:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24