পেনলিভেনিয়া চট্টগ্রাম সমিতির সভাপতি কাজী মনসুর, সম্পাদক তৈয়ব

ফিলডেলফিয়া প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ০১ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ১১:৪৬ পূর্বাহ্ণ

পেনলিভেনিয়া চট্টগ্রাম সমিতির সভাপতি কাজী মনসুর, সম্পাদক তৈয়ব

সভাপতি কাজী মনসুর খৈয়াম।

চট্টগ্রাম সমিতি অফ পেনসিলভেনিয়ার সাধারণ সদস্যদের এক সভা সম্প্রতি আল সাফা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। নবীন-প্রবীন এর সংমিশ্রণে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে উপস্থিত ছিলেন মুহাম্মদ হাশেম নেওয়াজ, হাজী আবুল কালাম, হাজী মোহাম্মদ ইসমাইল , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাধব চন্দ্রসেন। বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে চট্টগ্রাম সমিতি অফ পেনসিলভেনিয়ার নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক কাজী মুহাম্মদ মনসুর খৈয়াম।

শহীদুল ইসলাম, মুহাম্মদ আমীর হোসেন, সাঈদ মোহাম্মদ ফেরদৌস, মোহাম্মদ আবদুস সালাম এবং, মোহাম্মদ আজাদ (দেলোওয়ার )কে সহ সভাপতি, মুহাম্মদ তৈয়ব উদ্দিন কে সাধারণ সম্পাদক, আহসানুল হক শিকদারকে সহ-সাধারণ সম্পাদক, এনামুল হক চৌধুরীকে সহ সাধারণ সম্পাদক, মোহাম্মদ সেলিম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, কলিম উদ্দিনকে অর্থ সম্পাদক, শাহজালাল নওশাদকে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, আরাফাত হোসেন রুবেল প্রচার সম্পাদক, গিয়াস উদ্দীনকে আন্তর্জাতিক সম্পাদক, সিরাজ মিয়াকে ধর্ম বিষয়ক সম্পাদক, দিলরুবা আক্তার জাহানকে মহিলা বিষয়ক সম্পাদক করা হয়েছে। দুই বছর মেয়াদি ২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির নির্বাহী সদস্যরা হলেন আলহাজ এম এ করিম, মোহাম্মদ ফরিদুল আলম, জিয়াউল হক মিজান, মোহাম্মদ গোলাম সরওয়ার বুলবুল, আবু তাহের, স্যামল বডুয়া।

ছবির ক্যাপশন-পেনসিলভেনিয়া-চিটাগাং-১
সভাপতি কাজী মনসুর খৈয়াম।
ছবির ক্যাপশন-পেনসিলভেনিয়া-চিটাগাং-২
সেক্রেটারি তৈয়ব উদ্দিন।

 

Facebook Comments Box

Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫

nyvoice24 |

.

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us