
মিশিগান প্রতিনিধি
প্রিন্ট
বুধবার, ০১ জানুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : ১১:৪১ পূর্বাহ্ণ
বিজয়ের চেতনায় ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে আবারো হায়েনা মুক্ত কররতে হবে। ষড়যন্ত্রের মধ্যদিয়ে জঙ্গিবাদের পৃষ্টপোষক ইউনূস সরকারকে ক্ষমতাচ্যুত করার মধ্যদিয়েই বাংলাদেশ থেকে অপশাসন আর দু:শাসনের যবনিকাপাত ঘটাতে হবে। এমন অভিমত পোষণ করে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আরো বলেন, গোটা বাংলাদেশটাই এখোন একটি জেলখানায় পরিণত হয়েছে। নিরাপত্তাহীনতা গ্রাস করেছে জনজীবনকে। আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিল-এমন লোকজনকেও যারা মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে অথবা বাড়ি-ঘরে হামলা, ভাংচুর, লুটতরাজ চালাচ্ছে। গ্রেফতার করা হয়েছে লাখো নেতা-কর্মীকে। এহেন অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করতে বিজয়ের চেতনাকে আবারো শানিত করার উদাত্ত আহবান জানিয়ে টেলিফোনে দীর্ঘ বক্তব্য দেন শেখ হাসিনা।
মিশিগানে বিজয় দিবসের সমাবেশে প্রবাসীরা। ছবি-এনওয়াইভয়েস২৪।
মিশিগান স্টেট্ আওয়ামী লীগ এবং মিশিগান মহানগর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে মহান বিজয় দিবসের এ আলোচনা অনুষ্ঠান হয় ২৮ ডিসেম্বর স্থানীয় হলিডে ইনের বলরুমে । বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন । হলভর্তি উপচে পড়া বঙ্গবন্ধুর সৈনিকদের মুহুর্মুহু স্লোগান এবং করতালির মাঝে দীর্ঘ এক ঘন্টার অধিক বক্তব্যে তিনি বর্তমান অবৈধ অনির্বাচিত স্বৈরাচারী ইউনুস সরকারের প্রতিহিংসামূলক নির্যাতন, হত্যা, লুটপাটের চিত্র তুলে ধরেন । তিনি সবাইকে একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এই অবৈধ, স্বাধীনতা বিরোধী সরকারকে বাংলার মাটি থেকে তাড়িয়ে দেওয়ার আহবান জানান ।
মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখনের সভাপতিত্বে এবং মিশিগান স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ মুসার সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (দক্ষিণের ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান , সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ আলী মানিক প্রমুখ।
Posted ১১:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24