লন্ডনে হৃদয়ে-৭১ শীর্ষক আলোচনা: একাত্তর আমাদের গর্ব-বিজয় আমাদের অহংকার

মতিয়ার চৌধুরী   প্রিন্ট
বুধবার, ০১ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ১১:৩৪ পূর্বাহ্ণ

লন্ডনে হৃদয়ে-৭১ শীর্ষক আলোচনা: একাত্তর আমাদের গর্ব-বিজয় আমাদের অহংকার

‘একাত্তর আমাদের গর্ব-বিজয় আমাদের অহংকার’’- একাত্তরের অর্জন যাতে নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। একাত্তরের চেতনাকে ধারন করে আরো একটি সাংস্কৃতিক বিল্পবের প্রয়োজন। ২৮ ডিসেম্বর লন্ডন সময় সন্ধ্যায় পূর্বলন্ডনের ব্রিকলেনের একটি রেষ্টুরেন্টে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, যুক্তরাজ্য শাখা আয়োজিত ’’হৃদয়ে ৭১ শীর্ষক ’’ আলোচনা সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যুক্তরাজ্যের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিল কাজি ওবিইর সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা কাউন্সিলর মুজিবুর রহমান জসিম ও কবি আজিজুল আম্বিয়ার যৌথ পরিচালনায় ব্রিটেনে বসবাসরত মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সাংবাদিক ,সাংস্কৃতিক কর্মি, চিকিৎসক, গবেষক ও কবি সাহিত্যিকরা অংশ নেন।

এতে অতিথি ছিলেন রাজনীতিক জালাল উদ্দিন। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন গবেষক ও মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। আলোচনায় অন্যান্যের মধ্যে আরো অংশ নেন ডাঃ.কাজী মখলিছুর রহমান মুকুল, মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, বার্কিং এন্ড ডাগেনহ্যাম কাউন্সিলের মেয়র কাউন্সিলার মঈন কাদরি, সত্যব্রত দাশ স্বপন, সংগঠনের সহ-সভাপতি কবি ও কাউন্সিলার আব্দুল আজিজ তকি, মানবাধিকার কর্মি আব্দুল আহাদ চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পীকার আহবাব হোসেন, রাজনীতিক সারব আলী, রফিকুল উল্লাহ , মানবাধিকার কর্মি জাহানারা রহমান , রাজনীতিক সৈয়দ ছুরক আলী , সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ, কবি নজরুল ইসলাম অকিব, সাংবাদিক কামরুল আই রাসেল প্রমুখ। সভায় বঙ্গবন্ধুর বাড়ী সহ সরকারী স্থাপনায় হামলা ও বঙ্গবন্ধুর ছবি নামিয়ে নেওয়ায় তীব্র নিন্দা জানানো হয়।

সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সাংস্কৃতিক কর্মি স্মৃতি আজাদ, কবি এডভোকেট মুজিবুল হক মনি, কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি।

Facebook Comments Box

Posted ১১:৩৪ পূর্বাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫

nyvoice24 |

.

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us