পেনসিলভেনিয়া হিন্দু মন্দিরে সৎসঙ্গঁ অধিবেশন

অজিত ভৌমিক   প্রিন্ট
শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:০৬ পূর্বাহ্ণ

পেনসিলভেনিয়া হিন্দু মন্দিরে সৎসঙ্গঁ অধিবেশন

পেনসিলভেনিয়া হিন্দু মন্দিরে ২৮ ডিসেম্বর শনিবার মধ্যাহ্নকালীন সৎসঙ্গঁ অধিবেশন অনুষ্ঠিত হয়। সহ:প্রতি ঋত্বিক ঝুলন চৌধুরীর মাতা শান্তি রানী চৌধুরীর আত্মার শান্তি কামনার্থে বার্ষিক স্মরণ সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে সৎসঙ্গঁ অধিবেশন শুরু হয়।

বিশ্ববাসীর শান্তি কামনার পাশাপাশি পারিবারিক সুখ, শান্তি, কল্যাণ সমৃদ্ধি ও বিশেষ শান্তির জন্য পরম করুণাময়ের দয়া প্রার্থনা করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো প্রার্থনা, সদ গ্রন্থাদি পাঠ, ধর্মীয় আলাচনা ও ধর্মীয় সংগীত পরিবেশনা। সৎসঙ্গঁ ইউ এস এ ইন্কের কর্মকর্তাগণ এ অধিবেশনে ছিলেন।

শ্রীশ্রী ঠাকুরের স্বহস্তে লিখিত ধর্মীয় গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ করেন অজিত ভৌমিক স্বস্তয়নী ব্রতধারী। ধর্মীয় আলোচনা করেন ভবতোষ নাথ (স:প্র:ঋ:), মনরঞ্জন দে, কল্যানব্রত পান্থ দাস (সন্তোষ), সুভাষ তালুকদার। নারিনীতি থেকে পাঠ করেন লিপিকা তালুকদার, একক ধর্মীয় সংগীত পরিবেশন করেন মিঠুয়া রায়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দিবাকর রায়।

Facebook Comments Box

Posted ৮:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us