
অজিত ভৌমিক
প্রিন্ট
শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : ৮:০৬ পূর্বাহ্ণ
পেনসিলভেনিয়া হিন্দু মন্দিরে ২৮ ডিসেম্বর শনিবার মধ্যাহ্নকালীন সৎসঙ্গঁ অধিবেশন অনুষ্ঠিত হয়। সহ:প্রতি ঋত্বিক ঝুলন চৌধুরীর মাতা শান্তি রানী চৌধুরীর আত্মার শান্তি কামনার্থে বার্ষিক স্মরণ সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে সৎসঙ্গঁ অধিবেশন শুরু হয়।
বিশ্ববাসীর শান্তি কামনার পাশাপাশি পারিবারিক সুখ, শান্তি, কল্যাণ সমৃদ্ধি ও বিশেষ শান্তির জন্য পরম করুণাময়ের দয়া প্রার্থনা করা হয়। কর্মসূচির মধ্যে ছিলো প্রার্থনা, সদ গ্রন্থাদি পাঠ, ধর্মীয় আলাচনা ও ধর্মীয় সংগীত পরিবেশনা। সৎসঙ্গঁ ইউ এস এ ইন্কের কর্মকর্তাগণ এ অধিবেশনে ছিলেন।
শ্রীশ্রী ঠাকুরের স্বহস্তে লিখিত ধর্মীয় গ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ করেন অজিত ভৌমিক স্বস্তয়নী ব্রতধারী। ধর্মীয় আলোচনা করেন ভবতোষ নাথ (স:প্র:ঋ:), মনরঞ্জন দে, কল্যানব্রত পান্থ দাস (সন্তোষ), সুভাষ তালুকদার। নারিনীতি থেকে পাঠ করেন লিপিকা তালুকদার, একক ধর্মীয় সংগীত পরিবেশন করেন মিঠুয়া রায়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দিবাকর রায়।
Posted ৮:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24