‘নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা’র আহ্বায়ক রোকেয়া হায়দার

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৬:২১ পূর্বাহ্ণ

‘নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা’র আহ্বায়ক রোকেয়া হায়দার

বইমেলার আহ্বায়ক রোকেয়া হায়দার।

নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা-২০২৫ এর আহ্বায়ক মনোনীত হয়েছেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রাক্তন প্রধান রোকেয়া হায়দার। ২৪ থেকে ২৭ মে চার দিনব্যাপী এ বইমেলা অনুষ্ঠিত হবে নিউইয়র্ক সিটির কুইন্সে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে।

২৭ ডিসেম্বর মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আহ্বায়ক মনোনীত হওয়ার পর রোকেয়া হায়দার ২০২৫ সালের এই উৎসব এবং মেলা সুষ্ঠু ও সফলভাবে উদযাপন করতে সকলের সহায়তা কামনা করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়কের দায়িত্ব পালন করেন মুক্তধারা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসান ফেরদৌস। আরও উল্লেখ্য, মুক্তধারা ফাউন্ডেশনের উপদেষ্টা রোকেয়া হায়দার ২০১৫ সালে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box

Posted ৬:২১ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us