
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : ১:৫৭ অপরাহ্ণ
মানিকগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে পিঠা উৎসব ও নতুন কমিটির অভিষেক উৎসবের প্রস্ততি সভা হয় ৫ জানুয়ারী রোববার। নিউইয়র্ক সিটির জ্যামাইকায় হিলসাইডে এক রেষ্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সাজ্জাদ হোসেন বিশ্বাস সেলিম। সঞ্চালনা করেন সাধারন সম্পাধক সজিব চৌধুরী। সার্বিক উপসহাপনায় ছিলেন লুৎফর রহমান যোবায়ের ।
পিঠা উৎসবের আহব্বায়ক নূরজাহান ভূইয়া ঋতু ও সদস্য সচিব লিটন সামগ্রিক প্রস্তুতির তথ্য জানিয়ে গতবারের চেয়ে আরো ব্যাপকভাবে সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সিনিয়র সহ প্রধান উপদেষ্টা আদিল মোহাম্মদ, উপদেষ্টা হাফিজুর রহমান পিন্টু, সাংবাদিক আনিসুর রহমান , আলতাফ হোসেন গাজী, নুরল আমিন মুকুল, জসিম উদ্দিন, সিনিয়র সহ সভাপতি আব্দুর রউফ রাসেল। কল্যান সমিতির নেতৃবৃন্দের এ অনুষ্ঠানে ছিলেন সুমন, দেওয়ান রউফ, পারভেজ সোলাইমান, বারেক, মাহিদুল ইসলাম, ফারহানা মবিন, মোহাম্মদ রহমান বাদল, মিনারা দেওয়ান, মতিউর রহমান, আলাউদ্দিন, মনিরুজ্জামান, কান্তা মিমি, দেওয়ান হাফিজুর রহমান প্রমুখ। এ সময় বিস্তারিত আলোচনা শেষে কুইন্স প্যালেসে আসছে ১৬ ফেব্রুয়ারি পিঠা উৎসব এবং নতুন কমিটির অভিষেক উৎসবের সিদ্ধান্ত হয়।
Posted ৯:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24