
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:৫৭ পূর্বাহ্ণ
প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪।
জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ জানুয়ারি বুধবার যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পার্টির কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মোহাম্মদ এ বার ভূঁইয়ার সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠান পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা তোফায়েল চৌধুরী, সহ সভাপতি নূর ইসলাম বর্ষন, এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক এবিএম খায়রুল আলম, যুগ্ম প্রচার সম্পাদক রুবেল আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক এস এন এস রুবেল, হাসমত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।
এ সময় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রনায়ক মরহুম এসএম এরশাদ এবং সাবেক স্বৈরশাসক হাসিনা সরকারের পতনের আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Posted ৯:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24