
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : ৬:০০ পূর্বাহ্ণ
ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়ার প্রাক্কালে জেএফকে এয়ারপোর্টে বিএনপি নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রীয় নেতা গোলাম ফারুক শাহীন। ছবি-এনওয়াইভয়েস২৪।
নিউইয়র্ক ষ্টেট বিএনপির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল ৮ জানুয়ারি বুধবার রাতে জেএফকে বিমান বন্দর হতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নেতৃত্বে রয়েছেন ষ্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ ও সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন। প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন সংগঠনের সাবেক যুগ্ম আহব্বায়ক হুমায়ুন কবীর ও বিএনপি নেতা রানা চৌধুরী, শাহীন আবদুল্লা ও কাউসার আহমেদ। দীর্ঘদিন পর তারা প্রিয় জন্মভূমিতে ১০ জানুয়ারি অবতরণ করেই রাজধানী ঢাকায় শের-এ বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন।
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এ প্রতিনিধি দলের সাথে থাকবেন জিয়ার মাজার জিয়ারতের সময়। আমিরাত এয়ারলাইন্সে জেএফকে ত্যাগের প্রাক্কালে বিএনপি চেয়ারপার্সনের আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন এ সংবাদদাতাকে আরো জানান, গত ১৫ বছর ধরেই নিউইয়র্ক স্টেট বিএনপির নেতৃবৃন্দ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয় ছিলেন। লাগাতার আন্দোলনে আন্তর্জাতিক জনমত গঠনে তাদের অপরিসীম ভ’মিকার কথা ইতিমধ্যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছেন।
ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়ার প্রাক্কালে জেএফকে এয়ারপোর্টে বিএনপি নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪।
শহীদ জিয়ার মাজারে ফাতেহা পাঠের পর নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্রীয় অফিসে গিয়ে পদস্থ কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করবেন। পরবর্তীতে তারা নিজ এলাকায় যাবেন আত্মীয়-স্বজন ও দলীয় নেতৃবৃন্দের সাথে মিলিত হবার জন্যে।
জেএফকে এয়ারপোর্টে তাদেরকে বিদায় অভ্যর্থনা জানাতে আরো ছিলেন স্টেট বিএনপির সিনিয়র সহ-সাধারন সম্পাধক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রইস উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক সাংবাদিক আনিসুর রহমান, বদরুল হক আযাদ, আশরাফ হোসেন, দেওয়ান কাউসার, কাইয়ুম প্রিন্স, দেলোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান, মো. ফারুক হোসেন, আজিজুল হক, নাজিম চৌধুরী, রিঙ্কু, মনিরুল ইসলাম, আক্তার হোসেন বিপ্লব প্রমুখ।
Posted ৬:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24