যে মানুষগুলোর উন্নয়নে দিনরাত পরিশ্রম করেছি তাদেরকে গুলি করে মেরে ক্ষমতায় থাকতে চাইনি: ফ্লোরিডায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশে শেখ হাসিনা

তৌহিদুল ইসলাম খান   প্রিন্ট
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ১১:১৪ পূর্বাহ্ণ

যে মানুষগুলোর উন্নয়নে দিনরাত পরিশ্রম করেছি তাদেরকে গুলি করে মেরে ক্ষমতায় থাকতে চাইনি: ফ্লোরিডায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশে শেখ হাসিনা

১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দক্ষিণাঞ্চলীয় কমিটির উদ্যোগে শনিবার রাতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জননেত্রী শেখ হাসিনা বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট আমার পরিবারকে হারানোর পর আমি রিফিউজির জীবনের শেষে ‘৮১ সালে বাংলাদেশে চলি যাই আমার ছোট দুই ছেলে-মেয়েকে মায়ের আদর থেকে বঞ্চিত করে দুখি বাংলাদেশের জনগনের পাশে দাঁড়াতে।

টেলিফোনে প্রদত্ত বক্তব্যে শেখ হাসিনা আরো বলেন, বাংলাদেশের জনগণই আমার পরিবার । গত ১৫ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় ও দেশের জিডিপি বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য ভাবে। ২০০৬ সালে মাথাপিছু আয় ছিল ৫৪৩ ডলার, ২০২৩ সালে সেই মাথাপিছু আয় ২৭৯৩ ডলারে উন্নীত হয়। করোনাকালে জিডিপি কিছুটা কম থাকলেও কিন্তু তা ৭.৫ শতাংশে আওয়ামী সরকার রেখে আসে। আজ বাংলাদেশের জিডিপি ২% এর নীচে । ইউনুস সরকার বাংলাদেশকে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। শেখ হাসিনা আরো বলেন, আমি লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে চাইনি। তাই আমি চলে এসেছি। শেখ হাসিনা উল্লেখ করেন, ছাত্রদের জুলাইয়ের আন্দোলন ছিল ইউনুসের মেটিকোলাস ডিজাইনের অংশ মাত্র। যখন কোন কোটা ছিল না তখন কেন কোটার জন্য আন্দোলন?

তিনি প্রশ্ন করেন, আবু সাঈদ গুলি খাওয়ার পরও কেন রক্তাত্ব হয়নি, কারন এটা সিঁডা গুলি ছিল। তিনি আরো প্রশ্ন তোলেন, কেন আবু সাইদকে দুপুর ২:৩০ টায় তার সাথীরা ঐ স্পট থেকে নিয়ে যাওয়ার ৬ ঘন্টা পর মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে যায়? এ ঘটনা আমাকেও খুবই ব্যথিত করে । তাই আমি জুডিশিয়াল কমিটি করে দিলাম এর তদন্তের জন্য । কোন সরকার হত্যাকান্ড চালালে জুডিশিয়াল কমিটি করে না কিন্তু আমি করেছি নিজে স্বপ্রণোদিত হয়ে। এ কমিটিও কাজ শুরু করে দিয়েছিল। তবুও কেন ইউনুস সরকার এ কমিটির কাজ বন্ধ করে দিয়েছে এখন? তিনি আরো ঊল্লেখ করেন, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই এর নিহতদের গায়ে ৭.৬২ বুলেট এর ব্যপারে প্রশ্ন করায় উনাকে বদলি করে দেয়?

শেখ হাসিনা বলেন, এ বছর কেন জানুয়ারি প্রথম দিন ছাত্রদের হাতে বই দিতে পারলনা এ ইউনুস সরকার? এ সরকার অতিরিক্ত ৭০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বই ছাপানোর জন্য । কিন্তু আওয়ামী সরকার তো নতুন বছরের প্রথম দিনে বই দিত। তিনি বলেন, ছাত্রছাত্রীদের আদর্শ কে ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছে এ ইউনুস সরকার। ছাত্র-ছাত্রীদের দ্বারা শিক্ষকদের অপমান, জুতার মালা পরানো, গাছের সাথে বেধে মারধোর করা, বিভিন্ন ভাতা বন্ধ করে দেওয়া ও বিচারপতিদের অপমান করার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন ।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দক্ষিনাঞ্চলীয় আওয়ামী লীগের সমাবেশে সুধিজন। ছবি-এনওয়াইভয়েস২৪।

তিনি উল্লেখ করেন, ৬ আগস্ট গ্রামীণ ব্যাংকের ৬৬৬ কোটি টাকার মামলার রায় হবার কথা ছিল। কিন্তু তার মেটিকোলাসের অংশ হিসেবে ক্ষমতা দখল করার পর ১২০০ কোটি টাকার ট্যাক্স আদালত থেকে মাফ করে নেয়। অথচ ইউনুস সরকার জনগণের উপর নতুন নতুন ট্যাক্স আরোপ করছে।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডা: মোঃ আলী মালিকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নাই। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার দেয়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিনই এই ১৩ টি ষ্টেটের অভিভাবক। তিনি অনুষ্ঠানে সহযোগিতাকারী ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগই একমাত্র ষ্টেট কমিটি বলে উল্লেখ করেন।

সভার সভাপতি এম ফজলুর রহমান বলেন, মুজিব নগর সরকার ও তৎকালীন ভারত সরকারের প্রচেষ্টার ফসল বঙ্গবন্ধু সুস্থভাবে বাংলাদেশে প্রত্যাবর্তন বাহাত্তরের ১০ জানুয়ারি।

সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ মানিক বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে স্বাধীনতা পুর্নতা লাভ করে।

সভা পরিচালনায় সহযোগিতা করবেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো মুজিব উদ্দিন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ বাবুল ও পবিত্র গীতা থেকে পাঠ করেন লিটন মজুমদার।

সভায় ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, ফ্লোরিডা ষ্টেট আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহিলা যুবলীগ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিতরা ছিলেন। বাংলাদেশের ও আমেরিকার জাতীয় সংগীত সমবেত কন্ঠে পরিবেশনের পর ৩০ লাখ শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের পরই সমাবেশের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

Facebook Comments Box

Posted ১১:১৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

nyvoice24 |

.

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us