গার্লফ্রেন্ডের ছুরিতে প্রাণ গেল বয়ফ্রেন্ডের

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:০৩ পূর্বাহ্ণ

গার্লফ্রেন্ডের ছুরিতে প্রাণ গেল বয়ফ্রেন্ডের

নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে নিজ এপার্টমেন্টে গার্লফ্রেন্ডের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ৩২ বছর বয়সী বয়ফ্রেন্ড মাইকেল বুখার্ট। ১২ জানুয়ারি রোববার ব্রঙ্কসের মোট হ্যাভেন এলাকায় ব্রুক এভিনিউর নিকটে ইস্ট ১৩৮ স্ট্রিটে রাত ১০.৪০ মিনিটে নৃশংস এ হত্যাকান্ডের হদিস পায় টহল পুলিশ। উল্লেখ্য, এই এপার্টমেন্টে পঞ্চম তলায় তারা বাস করতেন। ২৩ বছর বয়েসী গার্লফ্রেন্ড জামাইয়া নেলসনকে পুলিশ অকুস্থল থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে হত্যা, খুনের জন্যে ধারালো অস্ত্র সংরক্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে ব্রঙ্কস ক্রিমিনাল কোর্টে।

লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্টের উদ্ধৃতি দিয়ে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন যে, ধারালো ছুরি দিয়ে মাইকেলের বুকে উপর্যুপরি আঘাত করা হয় এবং মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত জামাইয়া মাইকেলের ওপর বসেছিলেন।

এপার্টমেন্টের লাগোয়া কক্ষের বাসিন্দা টিফানি বয়েজ (৩৯) পুলিশকে জানিয়েছেন যে, সেখানে ওরা দুজন ঝগড়ায় লিপ্ত রয়েছেন বলে কাছে যাননি। পুলিশ না এলে তিনি জানতেনই না যে জলজ্যান্ত একজন মানুষকে এভাবে খুন করা হয়েছে। কারণ তারা দুজনে প্রতি রাতেই ঝগড়ায় লিপ্ত হতেন।

Facebook Comments Box

Posted ৯:০৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

nyvoice24 |

.

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us