
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : ৭:৫২ পূর্বাহ্ণ
আগুন নেভাতে ব্যস্ত দমকল কর্মীরা। ছবি-এনওয়াইভয়েস২৪।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলীনে ৮৬ স্ট্রিটের নিকটে ব্যা ১৯ স্ট্রিটে ৭ তলা ভবনের দ্বিতীয় তলায় ১৫ জানুয়ারি বুধবার সকালে এক অগ্নিকান্ডে দুই শিশুসহ ৩ জন দগ্ধ হয়ে এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
দমকল বাহিনীর উপ-সহকারি প্রধান জো ডুগ্যান এ তথ্য জানিয়ে বলেন, অগ্নিদগ্ধদের মধ্যে ৪ বছর বয়েসী ও ৪ মাস বয়েসী দুই শিশু রয়েছে। জো ডুগ্যান অকুস্থল থেকে আরো জানান, আগুনের লেলিহান শিখা বিস্তৃত হওয়ায় প্রথমে আমরা বুঝতেই পারছিলাম না কোন ফ্লোরে জ্বলছে আগুন। ভেতর থেকে অনেকেই আর্তচিৎকারে সহায়তা চাচ্ছিলেন। এক পর্যায়ে যে কক্ষে আগুণ ধরেছিল সেখানকার ভাড়াটে কোনমতে ফায়ার-প্রুফ দরজা ভেঙ্গে ফেলেন এবং ঐ খোলা জায়গায় ধোয়া বাইরে আসতে থাকে। এরফলে পরিস্থিতি আরো গুরুতর আকার ধারণ করেছিল। এরইমধ্যে দমকল কর্মীরা ভেতর থেকে একজনকে উদ্ধার করে হাসপাতালে নেন। তৃতীয় তলা থেকে ৪২ বছর বয়েসী একজন ধোয়ার মধ্যে দ্রুত সিড়ি বিয়ে নীচে নামতে সক্ষম হন। শিশু দু’জনকে নিকটস্থ মায়মনিডেস হাসপাতালে পাঠানো হয়েছে প্রয়োজনীয় চিকিৎসার জন্যে। গুরুতর অবস্থায় প্রবীন একজনকে ভর্তি করা হয়েছে কোনি আইল্যান্ড হাসপাতালে। এ আগন নেভানোর সময় সামান্য দগ্ধ হয়েছেন দমকল বাহিনীর ৬ কর্মী। এছাড়া ঐ ভবনের আরো ৭ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
দমকল বাহিনীর উপ-সহকারি প্রধান আরো জানান, ঘন্টাখানেকের মত সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। এজন্যে কাজ করেন ৬০ দমকল কর্মী। সাথে ছিলেন ২০ জন ইমার্জেন্সি মেডিক্যাল টেকনিশিয়ান। এখোন তদন্ত চালানো হচ্ছে আগুনের উৎসব সন্ধানে।
Posted ৭:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24