আনিসুর রহমান
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : ৭:৫৫ পূর্বাহ্ণ
‘স্বৈরাচার হটাতে টানা ১৫ বছরের আন্দোলন-সংগ্রামে’ নিউইয়র্ক স্টেট বিএনপির ভূমিকার প্রশংসা করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মোশারফ হোসেন। ১৫ জানুয়ারি ঢাকায় বিএনপির এই নেতার সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ সফররত নিউইয়র্ক ষ্টেট বিএনপির একটি প্রতিনিধি দল। ষ্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ভিপি জসিম উদ্দিন ও সাধারন সম্পাদক সাঈদুর রহমান সাঈদ ও সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর প্রমুখ ছিলেন এই সৌজন্য সাক্ষাতের সময়।
সাবেক মন্ত্রী ড. মোশারফ এ সময় বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রথম পর্বে বিজয় এসেছে। এখোন সময় হচ্ছে বহুল প্রত্যাশিত নির্বাচনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করার পালা। আর বিজয়েও প্রবাসীদের দায়িত্ব অপরিসীম। নির্বাচনী প্রচারণায় আত্মীয়-স্বজনকে উজ্জীবিত করতে হবে। প্রয়োজনে তহবিল সরবরাহ করতে হবে। বিএনপির প্রবীণ এই নেতার আহ্বানে সাড়া দিয়ে স্টেট বিএনপির নেতৃবৃন্দ বলেছেন যে, নিউইয়র্কে ফিরে তারা বাংলাদেশী জাতীয়তাবাদি চেতনায় উজ্জীবিত প্রবাসীদের সাথে এ ইস্যুতে মতবিনিময় করবেন। উল্লেখ্য, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা হিসেবে ড. খন্দকার মোশারফ হোসেনকে অন্যায় নির্যাতনের ভিকটিম হতে হয়েছে। কারাগারেও যেতে হয়। এই অপরিসীম ত্যাগের জন্যে প্রবাসের নেতারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
Posted ৭:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24