নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : ১০:৩১ পূর্বাহ্ণ
অ্যল কেয়ার হোমকেয়ার-লগো
নয়া আইনে ঘরে বসেই মা-বাবা কিংবা নিকটাত্মীয়কে স্বাস্থ্য-সেবা কর্মসূচিকে কঠিন আইনের আওতায় আনার পরিপ্রেক্ষিতে নিউইয়র্কে লক্ষাধিক বাংলাদেশী উদ্বেগ-উৎকন্ঠায় রয়েছেন। এমন অবস্থায় কুইন্সে হোম কেয়ার পরিষেবা প্রদানে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘অ্যল কাউন্টি হেলথকেয়ার’ নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব হেলথ থেকে ‘হোম হেলথ এইড’(HHA) এবং ‘পার্সোনাল কেয়ার এইড’ (PCA) ট্রেনিং স্কুলের লাইসেন্স পেলো। ১৫ জানুয়ারি ‘অ্যল কাউন্টি হেলথ কেয়ার’র মুখপাত্র আব্দুল কাদের শিশির এ সংবাদদাতাকে উচ্ছ্বাসের সাথে এ তথ্য জানিয়ে বলেন, এটি আমাদের কম্যুনিটির জন্যে উল্লেখযোগ্য একটি অর্জন। হোমকেয়ার সার্ভিস নিয়ে যে ধরনের হতাশা তৈরী হয়েছে তা থেকে পরিত্রাণে এই ট্রেনিংয়ের বিকল্প ছিল না। এখোন আমরা নিজেদের ভাষা ও সংস্কৃতির আবহে সেবা প্রদানকারিদেরকে প্রস্তুত করতে পারবো। উল্লেখ্য, নয়া রীতি অনুযায়ী প্রশিক্ষণ কর্মসূচিগুলি সেবা প্রদানকারিদের প্রয়োজনীয় দক্ষতা এবং সার্টিফিকেশন দিয়ে সজ্জিত করার জন্য ডিজাইন করা হয়েছে। যেখানে তাদের জন্য উচ্চমানের, সহানুভূতিশীল যত্ন প্রদানের পথ সুগম করা হয়েছে। হোম কেয়ার শিল্পে দক্ষ স্বাস্থ্যসেবা কর্মীদের ক্রমবর্ধমান চাহিদার সাথে, এই উন্নয়ন কেবল নতুন ক্যারিয়ারের সুযোগ তৈরি করবে না বরং অঞ্চলজুড়ে রোগীদের যত্নের মানও উন্নত করবে বলে আশা করা হচ্ছে।
একটি বিবৃতিতে সংস্থাটি তার নিবেদিতপ্রাণ কর্মীদের এই উল্লেখযোগ্য অর্জনে পরিশ্রম এবং প্রতিশ্রুতির জন্য অভিনন্দন জানিয়েছে। বলা হয়েছে, ‘আমরা এই স্বীকৃত প্রশিক্ষণ কর্মসূচিগুলি অফার করতে পেরে গর্বিত, যা আমাদের কর্মীবাহিনীকে শক্তিশালী করবে এবং ব্যক্তিদের তাদের বাড়িতে প্রদত্ত যত্নের মান উন্নত করবে। এই অর্জন কম্যুনিটির অসুস্থ-প্রবীনদের সেবা এবং আমাদের ক্লায়েন্টদের কল্যাণের প্রতি আমাদের চলমান প্রতিশ্রুতিকে তুলে ধরে’।
স্বাস্থ্যসেবার পটভূমি বিকশিত হওয়ার সাথে সাথে ‘অ্যল কাউন্টি হেলথকেয়ার’ হোম কেয়ারের প্রয়োজনে থাকা ব্যক্তি এবং সরবরাহকারীদের পেশাদারিত্ব উন্নয়নে সহায়তা করবে। কর্মশক্তি উন্নয়নে বিনিয়োগ এবং শক্তিশালী প্রশিক্ষণ কর্মসূচি প্রদানের মাধ্যমে সংস্থাটি হোম কেয়ার সেক্টরে তার ভূমিকা আরও এগিয়ে নেওয়ার সুযোগ পেল বলে সংশ্লিষ্টরা মনে করছেন ।
উল্লেখ্য, লাইসেন্সিং অর্জন কেবল অ্যল কাউন্টি হেলথকেয়ারের জন্য একটি বিজয় নয়, বরং বৃহত্তর কুইন্স সম্প্রদায়ের জন্যও একটি জয়, কারণ এটি স্থানীয় স্বাস্থ্যসেবা প্রক্রিয়াকে শক্তিশালী করে এবং হোম কেয়ারে ফলপ্রসূ ক্যারিয়ার খুঁজছেন-এমন ব্যক্তিদের জন্য সুযোগ বৃদ্ধি করে।
Posted ৭:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24