
আনিসুর রহমান ও অজিৎ ভৌমিক
প্রিন্ট
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : ২:৪৭ অপরাহ্ণ
বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্যে সম্মাননা-ক্রেস্ট প্রাপ্তদের সাথে অতিথিবর্গ। ছবি-এনওয়াইভয়েস২৪।
গত নভেম্বরের নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির ভরাডুবি কাটিয়ে উঠতে তৃণমূলে সাংগঠনিক তৎপরতাকে বেগবান করার সংকল্প ব্যক্ত করলেন নিউইয়র্ক অঞ্চলের ডেমক্র্যাটরা। দুৃ’বছর পর অনুষ্ঠিত হবে মধ্যবর্তী নির্বাচন, সে সময় হাউজ ও সিনেটে ডেমক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভে সক্ষম হলেই পরাজয়ের গ্লানি কিছুটা হলেও দূর হবে বলে মন্তব্য করেছেন পার্টির নীতি-নির্দ্ধারকেরা। এমন আকুতি উচ্চারিত হয় ১২ জানুয়ারি রোববার সন্ধ্যায় নিউইয়র্কস্থ মূলধারার ৩টি সংগঠন ‘নিউ অ্যামেরিকান ডেমোক্রেটিক ক্লাব’, ‘নিউ অ্যামেরিকান উইমেন ফোরাম’ এবং ‘নিউ অ্যামেরিকান ইয়ূথ ফোরাম’র বার্ষিক ডিনার ও ইংরেজী নতুন বছর-২০২৫ বরণ অনুষ্ঠানে। নিউইয়র্ক সিটির জ্যামাইকার আল আকসা পার্টি হলে নাচ,গান, মূলধারার নির্বাচিত জনপ্রতিনিধিদের দিক-নির্দেশনামূলক বক্তৃতা, কমিউনিটি নেতৃবৃন্দের শুভেচ্ছা আর ৩টি সংগঠনের সাংগঠনিক তৎপরতার উজ্জ¦ল উপস্থাপনায় সরগরম হয়ে উঠে সময়ের প্রয়োজনে নিজেদের ঐক্যতানকে আরো সুসংগঠিত করার সংকল্প। সেই সঙ্গে বিভিন্ন কমিউনিটির ছোট, বড় সব বয়েসী মানুষের স্বত:স্ফুর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত এবং উপভোগ্য।
নিউ অ্যামেরিকান উইমেন ফোরামের নেতা রুবাইয়া রহমান, ইয়ূথ ফোরামের প্রেসিডেন্ট আহনাফ আলম এবং ভাইস প্রেসিডেন্ট নুশরাত আলমের সাবলিল উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে।
পরে আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বক্তৃতা করেন নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল্যু, অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা, নিউইয়র্ক সিটি’র পাবলিক এডভোকেট জুমানে উইলিয়ামস, অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানি, নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান, নাতাশা উইলিয়ামস এবং লিন্ডা লি, ডিস্ট্রিক্ট লিডার মার্থা টেইলর, নিউজার্সির ফ্র্যাঙ্কলিন টাউনশিপের ডেপুটি মেয়র শেফা উদ্দিন, ডেমাক্রেটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী। এ সময় মূলধারার রাজনীতিবিদরা আরো বলেন, নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে বাংলাদেশ কমিউনিটি দিনে দিনে শক্তিশালী হচ্ছে। তারা দেশটির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠছে। ভবিষ্যতে এটি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
নিউ আমেরিকান ডেমক্র্যাটিক ক্লাবের কর্মকর্তারা। ছবি-এনওয়াইভয়েস২৪
জমজমাট এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিউ আমেরিকান ওমেন্স ফোরামের সভাপতি অ্যাডভোকেট রুবাইয়া রহমান। নিউ আমেরিকান ওমেন্স ফোরামের নতুন অ্যাডভাইজরি কমিটিকে পরিচয় করিয়ে দেন ইঞ্জিনিয়ার সাবিনা হাই উর্বি এবং কার্যনির্বাহী কমিটিকে পরিচয় করিয়ে দেন সালমা ফেরদৌস। অপরদিকে, নিউ আমেরিকান ইয়ুথ ফোরানের কার্যনির্বাহী কমিটিকে পরিচয় করিয়ে দেন সংগঠনের সভাপতি আহনাফ আলম, নির্বাহী সভাপতি মুশরাত অনুভা এবং সহ-সভাপতি নুশরাত আলম।
মার্কিন মূলধারার রাজনীতিতে বাংলাদেশীদের পথিকৃত এবং নিউ অ্যামেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোর্শেদ আলম ও ক্লাবের উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।
আয়োজকদের পক্ষে শাহ ফারুক রহমান এ সংবাদদাতাকে আরো জানান, বক্তৃতার ফাঁকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসাবে বেশ কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা-ক্রেস্ট প্রাপ্তদের মধ্যে রয়েছেন ইয়ুথ ইনোভেশন অব দ্য ইয়ার মুশরাত অনুভা, ইয়ুথ এন্টারপ্রেন্যার অব দ্য ইয়ার রিভারটেলের ফাউন্ডার ও সিইও রুহিন হোসেন, এডুকেটর অব দ্য ইয়ার ড. কিম হিল এবং কমিউনিটি লিডার অব দ্য ইয়ার প্রেস্টন বাকের। আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যাসেম্বলি মেম্বার স্টিভেন রাগা। ইয়ুথ এন্টারপ্রেনার অ্যান্ড ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড পেয়েছেন তাজিন খান এবং আউটস্ট্যান্ডিং ফিজিশিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন ডা. ইলোরা রফিক।
বক্তব্য আর অ্যাওয়ার্ড প্রদানের বিরতিতে ছিল আকর্ষণীয় নৃত্য-যা দর্শক-শ্রোতা প্রাণভরে উপভোগ করেন। সমাপনী বক্তৃতায় নিউ অ্যামেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রেসিডেন্ট মোর্শেদ আলম অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি ধন্যবাদও জানান সবাইকে। শেষে সবার মাঝে ডিনার সার্ভ করা হয়।
Posted ১:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24