নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : ২:০৭ অপরাহ্ণ
আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে নিউইয়র্কে মানববন্ধন। ছবি-এনওয়াইভয়েস২৪।
ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের দু:শাসনের অবসানে ১৮ জানুয়ারি সারা বাংলাদেশে ডাকা হরতালের সমর্থনে ১৬ জানুয়ারি বৃহস্প্রতিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্মরণকালের ভয়াবহতম ঠান্ডা সত্বেও বেশ কিছু নেতা-সমর্থকের গগনবিদারি স্লোগানে ভিনদেশী পথচারিরাও থমকে দাড়ান। এ সময় স্লোগান ও বক্তব্যে বাংলাদেশে জনজীবনে সৃষ্ট সংকট, নিরাপত্তাহীনতা এবং কথিত অন্তর্বর্তী সরকারের লোকজন কর্র্তৃক রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ-লুন্ঠন, চাঁদাবাজির ধারাবিবরণী উচ্চারিত হয়। ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশত্যাগের পর জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে গোটা বাংলাদেশ-এমন অভিযোগ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। এহেন অপশাসন ও দু:শাসনের অবসানে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিতদের হরতাল কর্মসূচির সমর্থনে মাঠে নামার উদাত্ত আহবান জানান অপর বক্তারা। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নূরল আমিন বাবু, মাসুদুল হাসান, আব্দুর রহিম বাদশা, শাহীন আজমল, মমতাজ শাহানা, শরিফ কামরুল হীরা, দরুদ মিয়া রনেল, নাহিদ রেজা জন শিকদার প্রমুখ। উল্লেখ্য, ছাত্র-জনতার কথিত আন্দোলনে শেখ হাসিনা দেশত্যাগের পর সারাদেশে অকথ্য নির্যাতন চলছে আওয়ামী লীগ এবং দলের সমর্থকদের ওপর। ৫ হাজারের অধিক নেতা-কর্মী এবং সাড়ে ৩ হাজারের অধিক পুলিশকে হত্যা করা হয়েছে । বাংলাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছু নেই। এমনি অবস্থায় ডাকা এই হরতালকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে দমন-পীড়নে অতীষ্ঠরা। আর এরমধ্যদিয়েই ইউনূস-সরকারের বিরুদ্ধে মানুষের প্রতিক্রিয়ার প্রকাশ ঘটবে বলে মনে করছেন প্রবাসীরা।
Posted ১:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24