
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : ১:২৪ অপরাহ্ণ
‘যুক্তরাষ্ট্র বিএনপি’ নামে কোন সংগঠন অথবা এর কোন কমিটির অস্তিত্ব অস্বীকার করলো বিএনপির কেন্দ্রীয় কমিটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ১৭ জানুয়ারি (সূত্র নং-বিএনপি/সাধারণ/৭৭/১৮/২০২৫)’র এক পত্রে উল্লেখ করা হয়েছে, ‘নির্দেশিত হয়ে জানাচ্ছি যে, যুক্তরাষ্ট্র বিএনপি নামে কোন কমিটি নেই। সুতরাং যুক্তরাষ্ট্র বিএনপি নামে কেউ কোন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসাথে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে নিজ নিজ স্টেট ও মহানগর কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।’ এই চিঠি ইস্যু করা হয়েছে লন্ডনে বসবাসরত বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের নামে। এবং এর কপি দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহিদুল এইচ খান শাহেল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ স¤্রাট, জিল্লুর রহমান, গিয়াস আহমেদ এবং মিজানুর রহমান ভ’ইয়া মিল্টনকে। প্রসঙ্গত: উল্লেখ্য, অন্তত: ১২ বছর আগে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙ্গে দেয়া হয়। এরপর নেতা হতে আগ্রহীরা ঐক্যবদ্ধ হতে না পারায় নতুন কোন কমিটির অনুমোদন আসেনি হাই কমান্ড থেকে। এ অবস্থায় বাংলাদেশী অধ্যুষিত স্টেট ও সিটি সমূহে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠিত হয়েছে এবং ইতিমধ্যেই সে সব কমিটির অনুমোদনও এসেছে হাই কমান্ড থেকে। এতদসত্বেও বিলুপ্ত হওয়া কমিটির কেউ কেউ সেই পদ-পদবি ব্যবহার করে ‘যুক্তরাষ্ট্র বিএনপি’র কার্যক্রম চালাচ্ছেন। কেন্দ্রীয় কর্মসূচির পরিপূরক এসব কর্মসূচি আপাত’দৃষ্টিতে ফলদায়ক মনে হলেও স্টেট ও সিটি কমিটিসমূহ স্বাচ্ছন্দবোধ করেন না। তাদের ধারণা যে, সম্মেলনের মাধ্যমে গঠিত স্টেট ও সিটি কমিটির ওপর অযথা খবরদারির অভিপ্রায়ে অস্তিত্বহীন যুক্তরাষ্ট্র বিএনপির নাম ভাঙানো হচ্ছে। এমন অভিযোগ-অনুযোগের পরিপ্রেক্ষিতে হাই কমান্ডের নির্দেশে সর্বশেষ এই চিঠি ইস্যু হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Posted ১:১৫ অপরাহ্ণ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24