স্বৈরাচার হাসিনার বিচার না হওয়া পর্যন্ত স্বস্তি পাবো না: প্রবাসী নেতৃবৃন্দকে শাহ মোফাজ্বল হোসেন কায়কোবাদ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৩৬ পূর্বাহ্ণ

স্বৈরাচার হাসিনার বিচার না হওয়া পর্যন্ত স্বস্তি পাবো না: প্রবাসী নেতৃবৃন্দকে শাহ মোফাজ্বল হোসেন কায়কোবাদ

বিএনপির ভাইস প্রেসিডেন্ট, সাবেক প্রতিমন্ত্রী এবং কুমিল্লা-৩ আসন থেকে ৫ বারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, ‘মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ ১৩টি বছর আমাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। এরমধ্যে মা অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন। শেষবারের মত তার মুখটি দেখারও সুযোগ পাইনি। এছাড়া, পরিবারের সাথেও সাক্ষাতের সুযোগ ছিল না- এমনি একটি বিভিষিকাময় পরিস্থিতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে দেশের ছাত্র-জনতার সাথে আমেরিকা প্রবাসীরাও অপরিসীম ভূমিকা পালন করেছেন। এজন্যে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি।’

নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন (ভিপি) এবং সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদের নেতৃত্বে বিএনপির প্রবাসী নেতৃবৃন্দ শনিবার কুমিল্লার মুরাদনগরে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাাদের সাথে সাক্ষাত করতে গেলে এসব কথা বলেন তিনি। বিএনপির এই নেতা প্রচন্ড ক্ষোভের সাথে আরো বলেন, স্বৈরাচার হাসিনা ও তার সাঙ্গ-পাঙ্গদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত আমার মত বিএনপির লাখো নেতা-কর্মীর মনোকষ্ট দূর হবে না। কাজী শাহ কায়কোবাদ আরো বলেন, গণতন্ত্রেওর দীর্ঘ আন্দোলন-সংগ্রামের সুফল পেতে হলে শীঘ্রই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠনের বিকল্প নেই। সে আশায় প্রহর গুণছে গোটা জাতি। কাজী শাহ কায়কোবাদ আরো উল্লেখ করেছেন, দলের প্রয়োজনে এবং দেশের বৃহত্তর স্বার্থে আমাকে যদি এর চেয়েও বেশী ত্যাগ করতে হয় তবুও দ্বিধা করবো না।

প্রবাস বিএনপির এই প্রতিনিধি দলে আরো ছিলেন স্টেট বিএনপির নেতা হুমায়ূন কবির, আহসান চৌধুরী হানিফ, করিম চেয়ারম্যান, শাহীন প্রমুখ। ঢাকা থেকে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্কে এ সংবাদদাতাকে বিস্তারিত জানিয়েছেন নিউইয়র্ক স্টেট বিএনপির সাবেক যুগ্ম আ্হবায়ক আনিসুর রহমান।

Facebook Comments Box

Posted ৬:২৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us