নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : ৩:৫৫ পূর্বাহ্ণ
অকুস্থলে পুলিশী তৎপরতা। ছবি-এনওয়াইভয়েস২৪।
নিউইয়র্ক সিটির কুইন্সে সেন্ট আলবেন্স এলাকায় ২০৪ স্ট্রিট এবং মারড্কো এভিনিউতে দুর্বৃত্তের গুলিতে মারা গেছেন ৫১ বছর বয়েসী শারমেন ওয়াকার। রোববার ১৯ জানুয়ারি সকালে পুলিশ এ তথ্য জানিয়েছে। ঘাড়, বুক এবং বাম পায়ে গুলিবিদ্ধ হওয়ার পর অ্যাম্বুলেন্স নিয়ে অকুস্থলে পুলিশ এসেছিল। তাকে নেয়া হয় নিকটস্থ জ্যামাইকা হাসপাতালে। কিন্তু জরুরী বিভাগের চিকিৎসকরা জানান যে তিনি অকুস্থলেই মারা গেছেন।
অকুস্থলের নিকটেই ২০ বছর যাবত বসবাস করছেন ড্যারেন গর্ডন। তিনি পুলিশকে জানান, টিভিতে ফুটবল খেলা দেখার সময় পরপর চারটি গুলির শব্দ শোনেন। এর কয়েক সেকেন্ড আরো আরো চার রাউন্ড গুলির শব্দ কানে আসে। গর্ডন আরো জানান, গুলির শব্দের আগে কোন ধরনের হৈ চৈ বা বাক-বিতন্ডা শুনিনি। আমি হতবাক হয়েছি দরজা খুলে বাইরে তাকিয়ে।
আরেক বাসিন্দা শারমেন ওয়াকারকে অত্যন্ত ভালো মেজাজের একজন হিসেবে উল্লেখ করেন। যেখানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তার কাছেই একটি বেসেমেন্টে বাস করতেন ওয়্কাার। ওয়াকার গান-বাজনা পছন্দ করতেন। অনুষ্ঠানাদি নিয়েও ব্যস্ত থাকতেন বলে জানিয়েছেন আরেক প্রতিবেশী।
উল্লেখ্য, কুইন্সের ১১৩ নম্বর প্রেসিঙ্কট এলাকায় এটি হচ্ছে এ বছরের প্রথম খুনের ঘটনা। গত বছর খুনের ঘটনা ঘটেছে ৭টি।
Posted ৩:৫৫ পূর্বাহ্ণ | সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24