ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন

লন্ডন প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৫৩ পূর্বাহ্ণ

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন

লন্ডন: ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অ্য্ওায়ার্ডপ্রাপ্ত সাংবাদিকরা। ছবি-এনওয়াইভয়েস২৪।

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির অভিষেক এবং যুক্তরাজ্যের গুণী, মেধাবী তরুণ সাংবাদিকদের সৃজনশীল কাজের সম্মাননাস্বরুপ ‘ইউকেবিআরইউ অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান সম্পন্ন হয়েছে। ১৯ জানুয়ারি পূর্ব লন্ডনের একটি হলে মিডিয়া ব্যক্তিত্ব, সুধীজনদের উপস্থিতিতে এই সরব অনুষ্ঠানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির বিদায়ী সেক্রেটারী, ডিবিসি নিউজের লন্ডন প্রতিনিধি জুবায়ের আহমদের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সংগঠনের বিদায়ী প্রেসিডেন্ট, সত্যবাণীর রিপোর্টার, ইউকে বাংলা গার্ডিয়ান ম্যাগাজিনের স্পেশাল এসাইনমেন্ট এডিটর আনসার আহমদ উল্লাহর শুভেচ্ছা জানানোর মধ্যদিয়ে ২০২৫ সালের কমিটিকে স্বাগত জানিয়ে অভিষিক্ত করেন তিনি।

পরে নতুন কমিটির সভাপতি জগন্নাথপুর টাইমস ডটকো ডট ইউকের সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী ইকরা টিভির উপস্থাপক মিজানুর রহমান মীরুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গুণী, মেধাবী, ৫জন সাংবাদিকের মাঝে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। যুক্তরাজ্যের দীর্ঘদিন যাবত সাংবাদিকতার মাধ্যমে অনন্য অবদান রাখার জন্য প্রিন্ট মিডিয়ায় জনমতের প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, ইলেকট্রনিক মিডিয়ায় এটিএন বাংলা ইউকের সিনিয়র প্রযোজক ও উপস্থাপক উর্মি মাযহার, মেইনস্ট্রিম মিডিয়ায় আইটিভি নিউজের বুলেটিন রিপোর্টার মাহাথির পাশাকে ইউকেবিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়। যুক্তরাজ্যে ইউটিউব অনলাইন চ্যানেলে অনুসন্ধানী রিপোর্টের জন্য ইউকেবিআরইউ বেস্ট ইনভেস্টিগেটিভ রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন রানার টিভির আ স ম মাছুম। ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের মধ্য থেকে সারাবছর সেরা অনুসন্ধানী রিপোর্টের জন্য ইউকেবিআরইউ ‘বেস্ট ইনভেস্টিগেটিভ রিপোর্টার অব দ্য ইয়ার- ২০২৪’ পেলেন ইউকে বাংলা গার্ডিয়ান ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক মির্জা আবুল কাসেম। অ্যাওয়ার্ড প্রাপ্তদের জীবনকর্ম পাঠ করেন ফয়েজুর রহমান ফয়েজ, ড. আজিজুল আম্বিয়া, এ রহমান অলি, সাহেদা রহমান ও মুহাম্মদ সুয়েজ।

অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে ক্রেস্ট তুলে দেন লন্ডনের নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, লন্ডনের বার্কিং এ্যান্ড ডেগেনহাম কাউন্সিলের মেয়র মঈন কাদরী। লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কেবিনেট মেম্বার ফর কালচার এ্যান্ড রিক্রিয়েশন কাউন্সিলর কামরুল হোসেইন ও কাউন্সিলর অজান্তা দেব রায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, সাবেক স্পিকার আহবাব হোসেন, দেওয়ান গৌউছ সুলতান, নিলুফা ইয়াসমিন হাসান, সৈয়দ আনাস পাশা, মাসুক ইবনে আনিস, কামাল মেহেদী, সাঈম চৌধুরী, সালেহ আহমদ, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, রেজাউল করিম মৃধা, আলাউর রহমান খান শাহিন ও আমিনা আলী।

কবিতা আবৃত্তি করেন মুহাম্মদ শাহেদ রাহমান, এডভোকেট বেলাল আহমদ বকুল, ইমদাদুন খান ও ফাহমিদা খাতুন।

সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট গীতিকার জাহাঙ্গীর রানা, তাহির আলী, এ রহমান অলি, এডভোকেট বেলাল আহমদ বকুল, শেখ মোফাজ্জল হোসেন ও মুন্না মিয়া। শুরুতে সমবেত কণ্ঠ জাতীঁয় সঙ্গীত পরিবেশন করা হয়।

Facebook Comments Box

Posted ৮:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us