মহারাষ্ট্রে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:০৪ পূর্বাহ্ণ

মহারাষ্ট্রে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহারাষ্ট্রে বসবাসকারী অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে। দিল্লি থেকে মহারাষ্ট্র সরকারের স্বরাষ্ট্র দপ্তরকে পাঠানো একটি চিঠির মাধ্যমে এই নির্দেশ দেয়া হয়েছে। দেশটির সরকারের এই নির্দেশনায়  মহারাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া আরো ত্বরান্বিত হবে বলে মনে করা হচ্ছে।

এর আগে ২০ জানুয়ারি (সোমবার) বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধভাবে বসবাসকারী ৩৩ হাজার ৬৪৮ জন বিদেশিকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে তাদের যথাযথ কাগজপত্র জমা দিতে নির্দেশ দেয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বেঁধে দেয়া সময়সীমার মধ্যে কাগজপত্র জমা না দিলে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।

বাংলাদেশের এমন সিদ্ধান্তের একদিন পরেই নিজেদের অবস্থানের কথা জানালো ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, সাবেক শিবসেনা সংসদ সদস্য রাহুল শেওয়ালে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে একটি অভিযোগ জানানোর পর এমন পদক্ষেপ নিলো দেশটি। তিনি টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেসের (টিআইএসএস) প্রস্তুতকৃত একটি প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগ দায়ের করেন।

২১ জানুয়ারি (মঙ্গলবার) শিবসেনার আরেক সংসদ সদস্য মিলিন্দ দেওরা সরকারের কাছে রাজ্যে বসবাসরত সব অবৈধ বাংলাদেশিকে দ্রুত দেশছাড়া করার আহ্বান জানান। তিনি বলেন, ‘মুম্বাইকে নিরাপদ করতে আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখে অনুরোধ করেছি। সেখানে আমি বলেছি, অবৈধ বাংলাদেশিদের যত দ্রুত সম্ভব দেশে ফেরত পাঠানো উচিত।’

তিনি আরো বলেন, ‘মুম্বাইকে আরো নিরাপদ করতে রাজ্যজুড়ে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের তালিকা তৈরি করা প্রয়োজন। পাশাপাশি, নথি যাচাই ছাড়া চাকরি দেওয়া এজেন্সিগুলোর বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নিতে হবে।’

সম্প্রতি মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে বলিউড অভিনেতা সাইফ আলি খানের বাড়িতে অনুপ্রবেশ ও তার উপরে হামলার ঘটনা ঘটে। এই ঘটনা দেশটিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ঘটনায় মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

পুলিশের দাবি, হামলাকারী বাংলাদেশি। চুরির উদ্দেশ্যে সাইফের বাড়িতে ঢোকেন ও একপর্যায়ে অভিনেতাকে ছুরি দিয়ে কুপিয়ে গুরুতরভাবে জখম করেন তিনি। আহত সাইফ আলি খানকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। ২১ জানুয়ারি (মঙ্গলবার) তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

নাগরিককে অবৈধভাবে ভারতে প্রবেশ ও ভুয়া নথি দিয়ে বসবাসের অপরাধে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের প্রমাণের ভিত্তিতে অ্যাডিশনাল সিজেএম কাঞ্চন জানওয়ার এ রায় দেন।

Facebook Comments Box

Posted ৯:০৪ পূর্বাহ্ণ | বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us