আটলান্টা ফোবানার কীক অফ মিটিং

জুয়েল সাদত   প্রিন্ট
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৬:২২ পূর্বাহ্ণ

আটলান্টা ফোবানার কীক অফ মিটিং

৩৯ তম আটলান্টা ফোবানার কীক অফ মিটিং গত ১৯ জানুয়ারী রোববার আটলান্টার আশিয়ানা ব্যাংকুয়েট হলে অনুষ্টিত হয়। এ উপলক্ষে ফোবানার ১১ টি স্টেটের ২৪ জন ডেলিগেট আটলান্টায় এসেছিলেন। ১৮ জানুয়ারী ছিল ৩৯ তম ফোবানার সিনিয়র কো কনভেনর কাজী নাহিদের বাসায় ডিনার। পরদিন রোববার ১১ টায় ডেলিগেটরা ফোবানার ভেন্যু পরিদর্শন করেন, সেখান থেকে দুপুরে তারা হোস্ট কমিটির প্রেসিডেন্ট ডিউক খানের বাসায় লাঞ্চ ও মতবিনিময় সম্পন্ন করেন। সন্ধ্যায় শুরু হয় মুল কীক অফ মিটিং।

বাংলা ধারার সাধারন সম্পাদক রেজওয়ান হৃদয়ের পরিচালনায় ৩৯ তম ফোবানার হোস্ট বাংলাধারার আয়োজনে কীক অব মিটিংটা ছিল তিন পর্বে : গুনিজন সম্বর্ধনা, কীক অফ মিটিং ও আকর্ষনীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গ্লোবাল মলের আশিয়ানা বাংকুয়েট হলে সন্ধ্যা ৭ টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। বাংলাধারার গুনিজন সম্বর্ধনায় তিনজনকে সম্বর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন : সামসুল আলম (লেখক – সাংবাদিক), হোসনে আরা বিন্দু (সংগীত শিল্পী) ও তাসলিমা সুলতানা পলি (সংগীত শিল্পী)। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান ও নাবিলা ইসলাম এবং গুইনেট কাউন্টি ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান
ব্লেন্ডা লোপেজ । তারা আটলান্টার বাংলাদেশী কমিউনিটির নানান এ্যাকটিভিটির প্রশংসা করেন এবং ৩৯ তম ফোবানার সাফল্য কামনা করেন।
কীক অফ মিটিংয়ে ফোবানার নির্বাহী সংসদের এক্সিকিউটিভ সেক্রেটারী আবীর আলমগীর ও মাহবুব ভুইয়ার যৌথ পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কনভেনর নাহিদুল খান সাহেল।

অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ফোবানার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর (ভার্জিনিয়া, সাবেক চেয়ারম্যান রবিউল করিম বেলাল (পেনসিলভেনিয়া) ও সাবেক চেয়ারম্যান রেহান রেজা (ক্যানসাস)।
শুভেচ্ছা বক্তব্য দেন ফোবানার নির্বাহী সংসদের চেয়ারম্যান মাসুূদ রব চৌ ধুরী (লসএঞ্জেলেস), সহ সভাপতি এম রহমান জহির (মায়ামী), এক্সিকিউটিভ সেক্রেটারী আবীর আলমগীর (নিউইয়র্ক) , জয়েন্ট সেক্রেটারী খালেদ আহমদ রউফ (শিকাগো) ও ট্রেজারার ড. প্রিয়লাল কর্মকার(ভার্জিনিয়া)। ফোবানার আয়োজক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসিডেন্ট ডিউক খান, চীফ কো-অর্ডিনেটর দিলু মওলা, সিনিয়র কো-কনভেনর কাজী নাহিদ, কমিউনিটি এ্যাকটিভিষ্ট আরেফিন বাবুল ও বাংলা ধারার মাহিন উদ্দিন দুলাল।

কীক অফ মিটিংএ আরো উপস্থিত ছিলেন ডা: সালেহ বাদল, ডা: মীর মুজিবুর রহমান, ব্যাবসায়ী ও রংপুর রাইডার্স এর মো : হাসান তারেক, এটর্নী রাজু মহাজন, লিয়াকত হোসেন আবু প্রমুখ।

Facebook Comments Box

Posted ৬:২২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us