নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : ৬:১৭ পূর্বাহ্ণ
উন্নয়নশীল দেশসমূহে বিজ্ঞান অগ্রগতির জন্য প্রতিষ্ঠিত ‘বিশ্ব বিজ্ঞান একাডেমি’ (TWAS)’র ফেলো হলেন বাংলাদেশী কানাডিয়ান ড. মুহাম্মদ গোলাম মোর্শেদ। ২০২৩ সালের নভেম্বর মাসে ড. মোর্শেদকে ফেলো হিসেবে নির্বাচিত করেছে সংস্থাটি এবং চলতি বছরের ১ জানুয়ারি থেকে তাঁর ফেলোশিপ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। উল্লেখ্য, ১৯৮৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এযাত মোট ১,৪৬৩ জন ফেলোকে ১১২টি দেশ থেকে নির্বাচিত করেছে। এর মধ্যে ৩৯২ জন পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে। ২০২৩ সালে এই অঞ্চল থেকে ৪৭ জন ফেলো নির্বাচিত হন। ড. মুহাম্মদ মোর্শেদ হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ১৭তম বিজ্ঞানী যিনি এই সম্মাননা লাভ করেছেন। উল্লেখ্য যে, ১৯৮৯ সালে অধ্যাপক মোহাম্মদ শমসের আলী প্রথম বাংলাদেশি ফেলো নির্বাচিত হন।
মাইক্রোবায়োলজি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা, শিক্ষা ও ক্লিনিক্যাল সেবায় নেতৃত্ব প্রদানের জন্য ড. মোর্শেদকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। পাশাপাশি, উন্নয়নশীল দেশে বিজ্ঞান যোগাযোগে তাঁর অবদানের জন্য তাঁকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে, যা তিনি রেডিও, টেলিভিশন, সংবাদপত্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বক্তৃতা এবং অংশগ্রহণের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।
বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ড. মোর্শেদ একমাত্র প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী যিনি এই সম্মাননা লাভ করেছেন। তিনি বর্তমানে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের (UBC) প্যাথলজি ও ল্যাবরেটরি মেডিসিন বিভাগের ক্লিনিক্যাল অধ্যাপক এবং ব্রিটিশ কলাম্বিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল পাবলিক হেলথ ল্যাবরেটরির ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট হিসেবে কর্মরত। ১৯৯৭ সাল থেকে তিনি এই পদে আছেন।
১৯৯৬ সালে কানাডায় যাওয়ার আগে তিনি আন্তর্জাতিক ডায়রিয়াল ডিজিজ গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি), ঢাকা শিশু হাসপাতাল, বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেন।
জুনোটিক এবং ভেক্টর-বাহিত রোগের একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে ড. মোর্শেদ বিশেষত অবহেলিত এবং বিশেষায়িত রোগ নির্ণয় এবং জনস্বাস্থ্য গবেষণায় ব্যাপক অবদান রেখেছেন। তাঁর অসামান্য অবদানের জন্য তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য: ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের (UCB)’র প্যাথলজি ও ল্যাবরেটরি মেডিসিন বিভাগ থেকে ক্লিনিক্যাল সেবায় উৎকর্ষতার জন্য পুরস্কার (২০১৬); শীর্ষ ২৫ কানাডিয়ান অভিবাসী পুরস্কার (Canadian Immigrant ম্যাগাজিন, ২০১৭); কানাডিয়ান ইমিগ্রেশন মন্ত্রীর সম্মানসূচক, (২০১৭); ডিস্টিংগুইশড মাইক্রোবায়োলজিস্ট পুরস্কার (কানাডিয়ান কলেজ অফ মাইক্রোবায়োলজিস্টস, ২০১৯); প্রবাসী ফেলো, বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেস (২০২০); ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের (UBC)’র প্যাথলজি ও ল্যাবরেটরি মেডিসিন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষায় উৎকর্ষতার জন্য পুরস্কার (২০২৩) ইত্যাদি। ড. মোর্শেদের এই অর্জন বৈশ্বিক স্বাস্থ্য ও বিজ্ঞান অগ্রগতিতে তাঁর অবিচল প্রতিশ্রুতি এবং অবদানের প্রমাণ।
Posted ৬:১৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24