সৌদি সফরে ইতালির প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ১১:৪২ পূর্বাহ্ণ

সৌদি সফরে ইতালির প্রধানমন্ত্রী

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আজ শনিবার সৌদি আরবের সরকারি সফর শুরু করেছেন।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মেলোনি জেদ্দায় পৌঁছালে তাকে স্বাগত জানান মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আব্দুল আজিজ।

সৌদি আরব এবং ইতালি এই মাসের শুরুতে জ্বালানি সহযোগিতা বৃদ্ধির জন্য একটি চুক্তি স্বাক্ষর করার পর মেলোনির এই সফর।

এই চুক্তিতে সৌদিতে তৈরি সবুজ হাইড্রোজেন ইউরোপে সরবরাহের সম্ভাবনা তৈরি হয়েছে।

সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান ১৪ জানুয়ারী ইতালির জ্বালানি ও পরিবেশমন্ত্রী গিলবার্তো পিচেত্তো ফ্রাটিননের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য সাক্ষাৎ করেন।

Facebook Comments Box

Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us