
অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : ৯:১৯ পূর্বাহ্ণ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশী নাগরিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম আহাদ মিয়া (৪৫), পিতা-মৃত ইউসুফ আলী, নয়াবস্তি (উলাছড়া বস্তি সংলগ্ন), দশটিকি, কুলাউড়া, মৌলভীবাজার।
স্থানীয় সূত্র জানায়, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে নয়াবস্তি এলাকায় প্রতিবছরের ন্যায় আহাদ মিয়া ফসল ফলানোর জন্য জমি ইজারা নেয়। কিন্তু এবছর জমি ইজারা না দেয়ায় ভারতীয় নাগরিক হায়দার আলী গংদের সাথে তার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কিন্তু অবস্থা খুবই আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকেল ৪টার দিকে আহাদ মারা যায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপচার ভারতীয় নাগরিতের হাতে বাংলাদেশি খুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ৯:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24