অজিৎ ভৌমিক

বিশ্বশান্তি কামনায় নিউইয়র্কে সনাতনীদের বিশেষ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:১৮ পূর্বাহ্ণ

বিশ্বশান্তি কামনায় নিউইয়র্কে সনাতনীদের বিশেষ অধিবেশন

শ্রীশ্রী ঠাকুরের মূলমন্ত্র ‘ধর্ম যদি নাইরে ফুটলো/জীবন মাঝে নিত্য কর্মে/বাতিল করে রাখলি তারে/কি হবে তোর তেমন ধর্মে’ উচ্চারণের মধ্যদিয়ে গত ২৫ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১১টা থেকে বিশেষ এক প্রার্থনা অধিবেশন হলো।

নিউইয়র্ক সিটির কুইন্সে অজিত ভৌমিক ও রাত্রি সাহার নিজস্ব বাসভবনে(৮৯-২৬ ১৮৭ প্লেস, হলিস) অনুষ্ঠিত এ অধিবেশনে বিশ্ববাসীর শান্তি কামনা ছাড়াও পারিবারিক সুখ, শান্তি, কল্যান সমৃদ্ধি ও বিশেষ শান্তির জন্য ভগবানের কৃপা প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে ছিলো সদ্্গ্রন্থাদি পাঠ, ধর্মীয় আলোচনা ও ধর্মীয় সংগীত পরিবেশনা। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সহ:প্রতি ঋত্বিক দিবাকর রায়। অনুষ্ঠানের সকল কার্যক্রমের শুরুতে সনাতনীদের প্রধান ধর্মীয় গ্রন্থ শ্রী মদ্ভগবদগীতা থেকে পাঠ করেন প্রবাসের অন্যতম গীতা পাঠক সুমন বিশ্বাস।

বিশ্বশান্তি কামনায় সনাতনীদের বিশেষ অধিবেশনে পূজারিরা। ছবি-এনওয়াইভয়েস২৪।

ধর্মীয় আলোচনা করেন ঋত্বিক কৃষ্ণেদু রুদ্র। শ্রীশ্রী ঠাকুরের স্বহস্তে লিখিত ধর্মীয় গ্রন্থ সত্যানুসরন থেকে পাঠ করেন সংগঠনের সাধারন সম্পাদক সুভাষ তালুকদার। ধর্মীয় গ্রন্থ পূণ্যঁতিথী থেকে পাঠ করেন শংকর বিশ্বাস। ঠাকুরের বাস্তবতার নিরীখে মেধাভিত্তিক আলোচনা করেন সংগঠনের সহ-সভাপতি কল্যানব্রত পান্থদাস সন্তোষ। নারীনীতি গ্রন্থ থেকে পাঠ করেন মীরা বর্মন। পর্যায়ক্রমে ধর্মীয় সংগীত পরিবেশন করেন অনামিকা মজুমদার, জুলি খোস্তাগির, রাজলক্ষী সাহা ও রাজেশ সাহা। অনুষ্ঠানের শেষে আগত অতিথিদের আপ্যায়নের পর বিদায়-সম্ভাষণ জানান হোস্ট অজিত ভৌমিক ও রাত্রি সাহা দম্পতি।

 

Facebook Comments Box

Posted ১০:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us