
অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : ১০:২৮ পূর্বাহ্ণ
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১১৫ বারের মতো পিছিয়ে আগামী ২ মার্চ দিন ধার্য করেছেন আদালত। গতকাল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও এদিন তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করতে পারেনি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইসতিয়াক প্রতিবেদনের জন্য নতুন এই দিন ধার্য করেন।
সংশ্লিষ্টরা জানান, হত্যা মামলার প্রতিবেদন দাখিলের সময় এতবার পেছানোর নজির নেই। বহুল আলোচিত এই হত্যা মামলাটির প্রতিবেদন দাখিল আর কতবার পেছাবে, সে প্রশ্নও করছেন অনেকে। আশার কথা শুনিয়েছেন এ মামলার বাদীর পক্ষে নিযুক্ত আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
তিনি বলেন, গত অক্টোবরে হাই কোর্ট ছয় মাসের সময় বেঁধে দিয়েছেন। তদন্তে টাস্কফোর্স গঠন করে দিয়েছেন। বর্তমানে টাস্কফোর্স ও পিবিআই যৌথভাবে কাজ করছে। আশা করছি খুব শিগগিরই এ মামলার তদন্ত শেষ হবে। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এর পর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।
Posted ১০:২৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24