সাবওয়েতে আবারো ধাক্কা: দুর্বৃত্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:২২ পূর্বাহ্ণ

সাবওয়েতে আবারো ধাক্কা: দুর্বৃত্ত গ্রেফতার

নিউইয়র্ক সিটির ম্যানহাটানে ওয়াশিংটন হেইটস স্টেশনে (১৭৫ স্ট্রীট) অপেক্ষমান এক নারী যাত্রীকে স্টেশনে আসা একটি ট্রেনের দিকে ধাক্কা দেয় ২৩ বছর বয়সী এক দুর্বৃত্ত। চলতি ট্রেনের বগির সাথে ধাক্কা খেয়ে ২৬ বছর বয়েসী যুবতীটি প্ল্যাটফরমে পড়েন।

২৭ জানুয়ারি সকাল ৯টা ৫ মিনিটে এহেন অপকর্মের ঘটনায় সাবওয়ে চড়ে অফিস/কর্মস্থলে যাতায়াতাকারিরা নতুন করে ভীত-সন্ত্রস্ত হয়েছেন। নিউইয়র্কের পুলিশ জানায়, দুর্বৃত্তটিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম মার্কিস ব্রাজেলিস এবং সে গৃহহারা। এর আগেও সে এমন অপকর্মের দায়ে গ্রেফতার হয়েছিল। পুলিশ আরো জানায়, এ ট্রেন স্টেশনে দাঁড়ালেই নারী যাত্রিটি ট্রেনে উঠবেন-এ আশায় ছিলেন। কিন্তু পেছন থেকে ধাক্কা দিয়ে তার সে প্রত্যাশাকে মলিন করা হয়।

তদন্ত কর্মকর্তারা জানান, দুর্বৃত্তটি যে তার ওপর হামলে পড়ছে সেটি বুঝতে পারেননি ঐ নারী যাত্রী এবং এমনকি দুর্বৃত্তটিকে তিনি চেনেন না। মহিলাটি গুরুতর আহত হওয়ায় তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে দুর্বৃত্তটি ঐ ট্রেনেই রওয়ানা দেয়। তবে ধাক্কা দেয়ার পরই একজন যাত্রী ফোনে দুর্বৃত্তটির ছবি উঠিয়েছিলেন। সেটি পুলিশকে দেয়া হয় এবং পরের স্টেশনেই দুর্বৃত্তকে পাকড়াও করা সম্ভব হয়েছে। হ্যান্ডকাপ লাগিয়ে দুর্বৃত্তকে পুলিশের গাড়ি উঠানোর সময় হাসতে দেখা যায়। এবং সে বলতে থাকে যে, নারীটি ভিকটিম হয়েছে একটি কারণে। মার্কিস ব্রাজেলিসকে ম্যানহাটান ক্রিমিনাল কোর্টে সোপর্দ করা হয় বলে সোমবার রাতে জানা গেছে। আদালত সূত্রে জানা গেছে, এর ৫ দিন আগে তাকে গ্রেফতার করা হয়েছিল এক মহিলার বুকে হাত দেয়ায়। এরও আগে ১৯ জানুয়ারিতেও পুলিশ তাকে গ্রেফতার করেছিল আরেকটি অপকর্মের দায়ে। উভয় সময়েই মাননীয় আদালত তাকে জামিনে মুক্তি দেয়।

প্রসঙ্গত: আরো উল্লেখ্য, নিউইয়র্ক সিটির সাবওয়ে স্টেশন ও ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত সশস্ত্র টহল পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। এ অবস্থায় রাতের পরিবর্তে সকাল ৯টায় এই অপকর্মটি সংঘটিত হলো।

Facebook Comments Box

Posted ১০:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us