
অনলাইন ডেস্ক
প্রিন্ট
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : ১০:০১ পূর্বাহ্ণ
বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ফেব্রুয়ারি মাসে একাধিক রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে। দলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হবে, যার মধ্যে লিফলেট বিতরণ, মিছিল, সমাবেশ, অবরোধ এবং হরতালের মতো কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে।
কর্মসূচির বিস্তারিত
১ ফেব্রুয়ারি, শনিবার থেকে ৫ ফেব্রুয়ারি, বুধবার: দলীয় নেতাকর্মীরা দেশে ও শহরে লিফলেট বা প্রচারপত্র বিলি করবেন।
৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার: প্রতিবাদ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে।
১০ ফেব্রুয়ারি, সোমবার: বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে।
১৬ ফেব্রুয়ারি, রবিবার: দল অবরোধ কর্মসূচি পালন করবে।
১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার: দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে যে, এসব কর্মসূচি দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য অনুষ্ঠিত হবে। কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
দলের পক্ষ থেকে দেশব্যাপী কর্মসূচি প্রচারের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
Posted ১০:০১ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24