ভিন্নমতের ২০ লাখ কর্মকর্তা-কর্মচারীকে পদত্যাগের আহ্বান ট্রাম্প প্রশাসনের

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৫১ পূর্বাহ্ণ

ভিন্নমতের ২০ লাখ কর্মকর্তা-কর্মচারীকে পদত্যাগের আহ্বান ট্রাম্প প্রশাসনের

প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডাসমূহ বাস্তবায়নে স্বাচ্ছন্দবোধ করবে না-এমন ফেডারেল কর্মচারিদেরকে অবিলম্বে পদত্যাগের আহবান জানিয়ে মঙ্গলবার হোয়াইট হাউজ থেকে একটি সার্কুলার বিতরণ করা হয়েছে। এই আহ্বানে যারা ৬ ফেব্রুয়ারির মধ্যে সাড়া দেবে তাদেরকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত বেতন দিয়ে অবসরে পাঠানো হবে। ক্ষমতাসীন প্রেসিডেন্টের নির্দেশে বিব্রতবোধকারি ফেডারেল কর্মকর্তা-কর্মচারীকে সরিয়ে দেয়ার এই প্রক্রিয়াকে জায়েজ করতে ট্রাম্প প্রশাসন যুক্তি দেখাচ্ছে যে, এত কর্মচারীর দরকার নেই। এখন অনেক কিছুই প্রযুক্তির মাধ্যমে করা যাচ্ছে। এছাড়া, ভিন্নমতের কর্মচারি রেখে রিপাবলিকান প্রেসিডেন্টের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়িত করা অসম্ভব হয়ে উঠবে। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্প তা উপলব্ধি করেছেন প্রতিটি কাজে-এমন কথা গণমাধ্যমে বলেছেন রিপাবলিকান নীতি-নির্দ্ধারকেরা।

জানা গেছে, ফেডারেল প্রশাসনের ২০ লাখ কর্মকর্তা-কর্মচারি এমন টার্গেটে রয়েছেন। এদেরকে ডেমক্র্যাট-শিবিরের লোক হিসেবে চিহ্নিত করা হয়েছে রিপাবলিকান শিবির থেকে। ই-মেলে বিলি করা ঐ সার্কুলারের শিরোনাম হচ্ছে ‘ফোর্ক ইন দ্য রোড’। অফিসের জনবল হ্রাসের অভিপ্রায়ে ইতিমধ্যেই ট্রাম্পের লোকজন অনেককে বরখাস্তের একটি তালিকা তৈরী করেছে। সেটি হাতে রেখেই বরখাস্তের অপবাদের চেয়ে স্বেচ্ছায় পদত্যাগের অপশন দেয়া হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ই-মেলে উল্লেখ করা হয়েছে, ফেডারেল প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীকে প্রেসিডেন্টের প্রতি অনুগত থাকা জরুরী। তাহলে সব কাজই সহজে সম্পন্ন করা যায়। আর যারা সকল কাজেই বাধা হয়ে দাড়ায় তারা আসলে অনৈতিক পন্থা অবলম্বনে চেষ্টা করেন। তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় বরখাস্তের বিকল্প থাকে না। কিন্তু ট্রাম্প প্রশাসন সে পথে না হেঁটে স্বেচ্ছায় বিদায় নেয়ার পথ সুগম করে দিল এবং চলতি অর্থ বছরের শেষ দিন পর্যন্ত তারা বেতন-ভাতাসহ কর্মস্থল ছাড়তে পারবেন সসম্মানে।

 

 

Facebook Comments Box

Posted ৯:৫১ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us