নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
সর্বশেষ আপডেট : ৭:১০ পূর্বাহ্ণ
নিউজার্সি স্টেটের আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে ২৮ জানুয়ারি মঙ্গলবার বিকেলে। সিটির আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের বোর্ড অব এডুকেশনের সভাকক্ষে এই পর্ষদ সভা সঞ্চালনা করেন পর্ষদ সচিব। সভাপতি শে স্টিল, সহ-সভাপতি ওয়ালটার জনসন, সুব্রত চৌধুরী, টরেস মেফিল্ড, হলিশা ব্রিজারস, জেফ ডরসি, রন বেইলি উপস্থিত ছিলেন।
সভার শুরুতে আটলান্টিক সিটি পাবলিক স্কুলের সুপারিনটেনডেন্ট ড: লা কোয়েটা স্মল তার প্রতিবেদন সভায় উপস্থাপন করেন। এছাড়া আটলান্টিক সিটি হাই স্কুলের ছাত্র প্রতিনিধি এবং বিভিন্ন কমিউনিটির লোকজনও পর্ষদ সভায় বক্তব্য রাখেন।
সভায় অংশগ্রহণকারী পর্ষদ সদস্যরা সভার আলোচ্যসূচী অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর সুচিন্তিত মতামত দেন এবং তারই আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। পর্ষদ সভায় নিউজার্সি স্টেটের পক্ষে তদারককারী কেরল মরিস, বোর্ড অব এডুকেশনের সলিসিটর, ব্যবসা প্রশাসকবৃন্দসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ৭:১০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24