পদত্যাগ নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৭:৪৫ পূর্বাহ্ণ

পদত্যাগ নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদ

পদত্যাগ নিয়ে যা বললেন উপদেষ্টা নাহিদঅন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে পারেন নাহিদ ইসলাম, দেশের একটি জাতীয় দৈনিকে আজ এমন খবর প্রকাশ হওয়ার পর থেকেই সবার মুখে এক প্রশ্ন, তবে কী সত্যিই পদত্যাগ করছেন তিনি? উত্তরও দিলেন উপদেষ্টা নিজে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সরকারে থেকে কোনো রাজনৈতিক দলে থাকব না, এতটুকু বলতে পারি।

তিনি বলেন, প্রতিবেদনটি আমার নজরে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছি। পত্রিকাটি আসলে কোন উৎস থেকে এটা করেছে, সেটা পরিষ্কার করেনি। তাছাড়া আরেকটি বিষয় বলে রাখি, যদি পদত্যাগ করি তবে সেটা আনুষ্ঠানিকভাবেই করবো ও সবাইকে বলব।

এ সময় আওয়ামী লীগের রাজনীতি করা নিয়েও কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতির সুযোগ থাকা উচিত না। তবে যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন না, তারা সাধারণ ক্ষমা পেতে পারেন।

হুঁশিয়ারি দিয়ে নাহিদ আরও বলেন, ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করলে সরকার কঠোর হবে। তবে আন্দোলন দমন করবে না।

তিনি বলেন, রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কারের ভিত্তি তৈরি করে দিতে চাই, যাতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন ফ্যাসিবাদ আর না ফিরে আসে।

তথ্য উপদেষ্টা বলেন, সামাজিকতার দিক থেকে চাপ থাকলেও সরকারের জায়গা থেকে গণমাধ্যমের ওপর কোন চাপ নেই। তবে এটাও মনে রাখতে হবে, গণমাধ্যমের স্বাধীনতার নামে ফ্যাসিবাদকে প্রশ্রয় দেয়া যাবেনা।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম।

স্পষ্টভাষায় তিনি বলেন, শেখ হাসিনার অবশ্যই বিচার হবে। বিচার নিয়ে সরকারের পক্ষ থেকে কাজ চলমান আছে।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের প্রস্তুতি আছে। তবে বিএনপি সময় চাওয়ায় তা বিলম্ব হচ্ছে। ।

Facebook Comments Box

Posted ৭:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us