পেন্টাগণ থেকে ট্রাম্পের সমালোচনাকারী ৪ মিডিয়া উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:২৩ পূর্বাহ্ণ

পেন্টাগণ থেকে ট্রাম্পের সমালোচনাকারী ৪ মিডিয়া উচ্ছেদ

এফবিআই, বিচার বিভাগ, পেন্টাগণ, বেসামরিক প্রশাসনে ট্রাম্প-বিরোধী হিসেবে চিহ্নিতদের অপসারন প্রক্রিয়ার মধ্যে পেন্টাগণ থেকে নিউইয়র্ক টাইমস, এনবিসি, এনপিআর এবং পলিটিকোর অফিস সরিয়ে নেয়ার নির্দেশ জারি হয়েছে। ৩১ জানুয়ারি পেন্টাগণের এক পত্রের উদ্ধৃতি দিয়ে মুখপাত্র জন উল্লট গণমাধ্যমে বলেছেন, মিডিয়ার জন্যে পেন্টাগণে নির্দ্ধারিত জায়গা থেকে নিউইয়র্ক টাইমস, এনবিসি নিউজ, এনপিআর এবং পলিটিকো-কে ১৪ ফেব্রুয়ারির মধ্যে সরে যেতে হবে। সে স্থলে নিউইয়র্ক পোস্ট, হাফিংটন পোস্ট, ব্রিটবার্ট নিউজ এবং ওয়ান আমেরিকা নিউজের অফিস স্থাপিত হবে। উল্লেখ্য, জনপ্রিয়তা/পাঠকপ্রিয়তার নিরিখে সরে যাবার নির্দেশ জারিকারি মিডিয়ার ধারেকাছেই নেই প্রতিস্থাপিত মিডিয়াগুলো। আরো উল্লেখ্য, এক বছর অন্তর পেন্টাগণে নিয়মিতভাবে দায়িত্ব পালনকারি মিডিয়াগুলোর অফিসের স্থান পরিবর্তনের ঘটনা ঘটলেও এবারের মত পরিস্থিতি আগে কখনো হয়নি বলে গণমাধ্যম ব্যক্তিত্বরা মন্তব্য করেছেন। হোয়াইট হাউজ, স্টেট ডিপার্টমেন্ট, ক্যাপিটল হিলের মত গুরুত্বপূর্ণ স্থানে খ্যাতনামা গণমাধ্যমের অফিস রয়েছে। পেন্টাগণও তার বাইরে নয়। দ্বিতীয় মেয়াদের জন্যে বিজয়ী হবার পর থেকেই ট্রাম্প তার বিরুদ্ধচারণকারি গণমাধ্যমকে ধারে-কাছেও ঘেষতে না দেয়ার মনোভাব ব্যক্ত করে আসছিলেন। এটা হচ্ছে তারই প্রথম ধাক্কা। সামনে আরো কিছু দেখতে হবে-যা স্বাধীন সাংবাদিকতার পরিপূরক হবে না বলে মন্তব্য করেছেন শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্বরা।

পেন্টাগণের ঐ সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে, সরে যাবার নির্দেশপ্রাপ্ত মিডিয়াগুলো পেন্টাগণ প্রেস কর্পের সদস্য থাকবে এবং প্রেস ব্রিফিংয়েও যথারীতি অংশ নিতে পারবে। শুধুমাত্র তারা সার্বক্ষণিকভাবে ঐ ভবনে অবস্থানের সুযোগ হারালেন। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পেন্টাগণ প্রেস এসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে শনিবার বলা হয়েছে, ‘আমরা সবসময়ই নতুনদের স্বাগত জানাই এবং এখনো অভিবাদন জানাচ্ছি। তবে আমরা হতভম্ব হয়েছি যুগের পর যুগ যাবত অত্যন্ত নিষ্ঠার সাথে পেন্টাগণের সংবাদ (রিপাবলিকান ও ডেমক্র্যাট প্রশাসন) প্রকাশ ও পরিবেশনকারি সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যমকে অপসারণের ঘটনায়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই আদেশে উদ্ভ’ত পরিস্থিতির আলোকে আমরা প্রশাসনকে বৈঠকের আহবান জানিয়েছি এবং বৈঠক হলে তা সবিস্তারে সকলকে অবহিত করা হবে। উল্লেখ্য, প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে পিটে হেগসেথ সিনেট কর্তৃক অনুমোদিত হবার পরই নিউইয়র্ক টাইমসসহ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় নিয়োজিত গণমাধ্যমের বিরুদ্ধে অপ্রত্যাশিত এই আদেশ জারি হলো। নিউইয়র্ক টাইমসের মুখপাত্র চার্লি স্ট্যাডল্যান্ডার এ প্রসঙ্গে বলেন, বিষয়টি উদ্বেগের বৈকি। এতদসত্বেও আমরা পেন্টাগণের যাবতীয় সংবাদ পরিপূর্ণ এবং নিরপেক্ষভাবে প্রকাশে দ্বিধা করবো না। তবে ট্রাম্প প্রশাসনের গৃহিত পদক্ষেপটি কোনভাবেই জনস্বার্থে নেয়া হয়নি। এনপিআরের মুখপাত্রী ইসাবেল লারা বলেন, পেন্টাগণে কী হচ্ছে, কী ঘটছে তা আমেরিকানদের সরাসরি অবহিত করার ক্ষেত্রে এই সিদ্ধান্ত হস্তক্ষেপের সামিল। কারণ, আমাদের টিভি ৫০টি স্টেটেই বিস্তৃত। আমরা আশা করছি পেন্টাগণে সকল মিডিয়া অবস্থানের সুযোগ অবারিত রাখা হবে জনস্বার্থে।
পলিটিকোর সিনিয়র ব্যবস্থাপনা সম্পাদক অনিতা কুমার বলেছেন, এমন সিদ্ধান্তে আমরাও বিব্রত।

 

Facebook Comments Box

Posted ৯:২৩ পূর্বাহ্ণ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us